জাতীয়

২৭ হাজার কোটি টাকায় চীন থেকে ২০ টি জে-১০সি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

২৭ হাজার কোটি টাকায় চীন থেকে ২০ টি জে-১০সি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন ও জাতীয় আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করার লক্ষ্যে সরকার চীনের তৈরি ২০টি জে-১০ সিই মাল্টিরোল যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে। ৪.৫ প্রজন্মের এই আধুনিক মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট কেনা, প্রশিক্ষণ ও অন্যান্য খরচসহ মোট ব্যয় ধরা হয়েছে ২২০ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭,০৬০ কোটি টাকা। চুক্তিটি সরাসরি ক্রয় বা জিটুজি (সরকার-টু-সরকার) পদ্ধতিতে চীন সরকারের সঙ্গে সম্পন্ন হতে পারে এবং চলতি ২০২৫-২৬ ও ২০২৬-২৭ অর্থবছরে এর বাস্তবায়ন শুরু হবে বলে আশা করা হচ্ছে। প্রাপ্ত নথিপত্র অনুযায়ী, এই যুদ্ধবিমানের মূল্য ১০ বছরের মধ্যে, অর্থাৎ ২০৩৫-২০৩৬ অর্থবছর পর্যন্ত ধাপে ধাপে পরিশোধ করতে হবে।

সিক্ত’র আয়োজনে শেষ হলো জলবায়ু সম্মেলন লোকাল কনফারেন্স অব ইয়ুথ

সিক্ত’র আয়োজনে শেষ হলো জলবায়ু সম্মেলন লোকাল কনফারেন্স অব ইয়ুথ

রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে দুই দিনব্যাপী আন্তর্জাতিক আয়োজন লোকাল কনফারেন্স অব ইয়ুথ (এলসিওয়াই) সম্পন্ন হলো। তরুণ প্রজন্মকে জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতন ও কার্যকর ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করাই ছিল সম্মেলনের মূল উদ্দেশ্য। ‘সিক্ত বাংলাদেশ’ এই আয়োজনের আয়োজক হিসেবে দায়িত্বে ছিলেন। সম্মেলন শুরু হয় ২০ সেপ্টেম্বর এবং ২১ সেপ্টেম্বর রবিবার বিকালে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়। বিশ্বের ১১০টি দেশে একযোগে আয়োজিত এ সম্মেলনে শিক্ষার্থীদের জলবায়ু বিষয়ক মতামত ও প্রস্তাবনা সংগ্রহ করা হয়, যা আগামী জাতিসংঘ জলবায়ু সম্মেলনে উপস্থাপন করা হবে।

ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের মৃ-ত্যু

ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের মৃ-ত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে তরিকুল ইসলাম নামের এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। তিনি যুক্তরাজ্যভিত্তিক টেলিভিশন চ্যানেল এস-এ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক কার্জন হল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বেলা দেড়টার দিকে ডাকসু নির্বাচনের খবর সংগ্রহ করছিলেন তরিকুল। হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে উপস্থিত অন্য সাংবাদিক ও সহকর্মীরা তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

সেনাবাহিনী ও টার্কিশ এয়ারলাইন্সের মধ্যে সমঝোতা স্মারক সই, বিশ্বব্যাপী যাতায়াতে ছাড় ও সুবিধা পাবেন সেনাসদস্যরা

সেনাবাহিনী ও টার্কিশ এয়ারলাইন্সের মধ্যে সমঝোতা স্মারক সই, বিশ্বব্যাপী যাতায়াতে ছাড় ও সুবিধা পাবেন সেনাসদস্যরা

বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী ও টার্কিশ এয়ারলাইন্সের মধ্যে এক সমঝোতা স্মারক (MoU) সই হয়েছে। বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এই সমঝোতা চুক্তির আওতায়, বাংলাদেশ সেনাবাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্যরা এখন থেকে সরকারি বা ব্যক্তিগত কাজে টার্কিশ এয়ারলাইন্সের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে তুলনামূলক সাশ্রয়ী মূল্যে ভ্রমণ করতে পারবেন।

সচিবালয়ে থমথমে অবস্থা, শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে শিক্ষাসচিব প্রত্যাহার

সচিবালয়ে থমথমে অবস্থা, শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে শিক্ষাসচিব প্রত্যাহার

শিক্ষার্থীদের উত্তাল বিক্ষোভের মুখে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ মঙ্গলবার দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে দুপুর থেকে সচিবালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। বিকেল ৩টা ৪০ মিনিটে হঠাৎ করেই তারা সচিবালয়ের ১ নম্বর গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর সেখানে অবস্থানরত একাধিক সরকারি গাড়িতে ভাঙচুর চালানো হয়।

৬ দফা দাবিতে আন্দোলনে উত্তাল মাইলস্টোন কলেজ

৬ দফা দাবিতে আন্দোলনে উত্তাল মাইলস্টোন কলেজ

রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীর প্রাণহানির ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টায় কলেজের গোলচত্বরে এক শান্তিপূর্ণ আন্দোলনের আয়োজন করে শিক্ষার্থীরা। আন্দোলনের আয়োজক শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের কর্মসূচি হবে সম্পূর্ণ অহিংস ও গণতান্ত্রিক। তবে অন্যায়ের বিরুদ্ধে তারা কোনো প্রকার আপস করবে না। “ভয় নয়, আমরা চাই ন্যায়বিচার”—এই স্লোগানকে সামনে রেখে তারা ছয় দফা দাবি উত্থাপন করেছে, যা এখন শিক্ষার্থীদের প্রতিবাদের মূল ভিত্তি হয়ে দাঁড়িয়েছে।

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ১৯, দগ্ধ ৫০-এর বেশি — আতঙ্ক ছড়াল মাইলস্টোন স্কুলে

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ১৯, দগ্ধ ৫০-এর বেশি — আতঙ্ক ছড়াল মাইলস্টোন স্কুলে

রাজধানীর উত্তরায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ জন। আহত ও দগ্ধ হয়েছেন ৫০ জনেরও বেশি, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। এই মর্মান্তিক দুর্ঘটনায় গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সোমবার (২১ জুলাই) দুপুর ১টার কিছু পরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। বিধ্বস্তের সাথে সাথেই ওই ভবনে আগুন ধরে যায়। ভবনটিতে তখন অনেক শিক্ষার্থী অবস্থান করছিল। দুর্ঘটনার ফলে আগুন ও ধ্বংসস্তূপের নিচে পড়ে বহু শিক্ষার্থী দগ্ধ ও আহত হন।

উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, হতাহতের আশঙ্কা

উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, হতাহতের আশঙ্কা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজের কাছে একটি বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আজ সোমবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। এতে হতাহতের আশঙ্কা করা হলেও এখনো পর্যন্ত নিহতের বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান। এটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। কিছুক্ষণ পরই এটি উত্তরার মাইলস্টোন কলেজ এলাকার ওপর আকাশে সমস্যার সম্মুখীন হয়ে বিধ্বস্ত হয়। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যাতে বিমানের আগুন ধরে যাওয়ার দৃশ্য দেখা যায়। তবে ওই ভিডিওটির সত্যতা বা বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত নয়।

৫ অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

৫ অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি গুরুতর অভিযোগ গ্রহণ করেছে এবং তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। মামলাটির অন্যান্য দুই অভিযুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ জানায়, জুলাই ও আগস্ট মাসে সংঘটিত গণহত্যা ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের ক্ষেত্রে এই তিনজনের ভূমিকা ছিল নির্দেশদাতা ও পরিকল্পনাকারীর মতো। মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার নির্দেশনা, প্ররোচনা, উসকানি এবং অন্যান্য মানবতাবিরোধী কর্মকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল, সরাসরি সম্প্রচারের সম্ভাবনা

শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল, সরাসরি সম্প্রচারের সম্ভাবনা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আগামীকাল ১ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে যাচ্ছে প্রসিকিউশন বিভাগ। ২০২৩ সালের জুলাই ও আগস্ট মাসে সংঘটিত গণহত্যা, অপহরণ, নির্যাতন এবং নিপীড়নের ঘটনায় এই অভিযোগ উত্থাপন করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন প্রধান প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। তিনি জানান, “এই মামলাটি বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমাদের কাছে থাকা প্রমাণ, সাক্ষ্য ও নথিপত্র বিশ্লেষণ করে ৮টি নির্দিষ্ট অভিযোগ গঠন করা হয়েছে, যার প্রত্যেকটিতে শেখ হাসিনার প্রত্যক্ষ অথবা পরোক্ষ সম্পৃক্ততার প্রমাণ রয়েছে।”

ইউনূস-মোদির দেখা হচ্ছে, বৈঠক অনিশ্চিত!

ইউনূস-মোদির দেখা হচ্ছে, বৈঠক অনিশ্চিত!

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) শীর্ষ সম্মেলন আগামী ৪ঠা এপ্রিল থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে। সেখানে সদস্য দেশগুলোর শীর্ষ নেতারা যোগদানে সম্মত হয়েছেন। মঙ্গলবার ঢাকায় বিমসটেক কার্যালয়ে মহাসচিব ইন্দ্র মণি পান্ডে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট এসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ তথ্য জানান। বলেন, আগামী ৪ঠা এপ্রিল থাইল্যান্ডে বিমসটেক সামিট হবে। সেখানে সদস্য দেশগুলোর শীর্ষ নেতারা যোগদানে সম্মত হয়েছেন। তবে সাইড লাইনে শীর্ষ নেতাদের একে অপরের সঙ্গে বৈঠক সদস্য দেশগুলো পারস্পরিক আলোচনা করে ঠিক করবে।

সাগর-রুনি হত্যার ১৩ বছর, আশ্বাস পিবিআইয়ের!

সাগর-রুনি হত্যার ১৩ বছর, আশ্বাস পিবিআইয়ের!

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি, সাগর সরওয়ার এবং মেহেরুন রুনি নামে সাংবাদিক দম্পতি রাজধানী ঢাকায় নির্মমভাবে খুন হন। ১৩ বছর পেরিয়ে গেলেও, তাদের হত্যাকাণ্ডের রহস্য এখনো উদ্‌ঘাটিত হয়নি, তবে তদন্তকারীরা আশাবাদী। মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি পশ্চিম রাজাবাজারের একটি ভাড়া বাসায় খুন হন। ১৩ বছর পরেও মামলার তদন্ত প্রতিবেদন ১১৫ বার পিছিয়ে গেছে, কিন্তু এখন নতুন আশার সঞ্চার করেছে পিবিআই। আগামী ২ মার্চ নতুন তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য হয়েছে।

ছয় দাবি নিয়ে শহীদ মিনারে বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচি  !

ছয় দাবি নিয়ে শহীদ মিনারে বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচি !

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। পূর্ব ঘোষিত ৬ দফা দাবি নিয়ে সকাল থেকেই তারা শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। এ সময় তাদের সঙ্গে আছেন পরিবারবর্গও। এ কর্মসূচি আয়োজন করেছে বিডিআর কল্যাণ পরিষদ। সংগঠনটির সভাপতি ফয়জুল আলম জানান, চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহাল ও কারাবন্দি সদস্যদের মুক্তি দেওয়ার দাবিতে ১১, ১২ ও ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে। তিনি আরও বলেন, "যদি সুখবর না আসে, তবে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।"

ব্যাংক খাতে সৃষ্ট মন্দ ঋণ দিয়ে করা যেত ২৪টি পদ্মা সেতু

ব্যাংক খাতে সৃষ্ট মন্দ ঋণ দিয়ে করা যেত ২৪টি পদ্মা সেতু

অন্তর্বর্তী সরকারের গঠিত অর্থনীতির শ্বেতপত্র প্রকাশ কমিটির চূড়ান্ত প্রতিবেদনে স্বৈরাচারী শেখ হাসিনার কালো অধ্যায় বেরিয়ে এসেছে। এতে বলা হয়, গত ১৫ বছরে অন্তত পৌনে ২ লাখ কোটি টাকা লুটপাট করা হয়েছে। ব্যাংক খাতে যে পরিমাণ মন্দ ঋণ তৈরি হয়েছে, তার প্রকৃত পরিমাণ দিয়ে ২৪টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব ছিল। কারণ বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ব্যাংক খাত। নামে-বেনামে ঋণ বের করা, বিদেশে অর্থপাচারসহ কপালে পিস্তল ঠেকিয়ে ব্যাংকের মালিকানা পরিবর্তনের মতো ঘটনাও ঘটেছে। ফলে ব্যাংক খাতের প্রাতিষ্ঠানিক সুশাসন নেমে গেছে শূন্যের কোঠায়, এখন যার চড়া মূল্য দিচ্ছে ব্যাংকসহ পুরো দেশ।

ড. ইউনূসের জন্য জাতি গর্বিত,খালেদা জিয়ার পুরোনো বক্তব্য ভাইরাল!

ড. ইউনূসের জন্য জাতি গর্বিত,খালেদা জিয়ার পুরোনো বক্তব্য ভাইরাল!

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জন্য জাতি হিসেবে আমরা গর্বিত, খালেদা জিয়ার এমনি একটি পুরোনো বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিরোধীদলীয় নেতা থাকা অবস্থায় ২০১০ সালে বেগম জিয়া জাতীয় সংসদে বক্তব্যটি দিয়েছিলেন বলে জানা গেছে। আড়াই মিনিটের ওই বক্তব্যে ড. ইউনূসকে আন্তরিক অভিনন্দন জানিয়ে খালেদা জিয়া বলেছিলেন, ‌‘শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ইউএস কংগ্রেশনাল অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। এ জন্য বাঙ্গালী জাতি হিসেবে আমরা গর্বিত।’

নেত্রকোনায় সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ

নেত্রকোনায় সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ

রাসুল সা. কে নিয়ে কটুক্তিকারী হিন্দু পুরোহিতকে যদি ভারত সরকার গ্রেফতার করে শাস্তির আওতায় না আনে প্রয়োজনে ভারত অভিমুখে লংমার্চ করবো - মাওলানা নুরুল্লাহ্ ভুইয়া। আজ রবিবার ২৯ সেপ্টেম্বর দুপুর ২টায় সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ নেত্রকোনা এর উদ্যোগে ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত কতৃক মহানবী ( সা:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে জেলা শহরের বারহাটা রোডস্থ জামিয়া মিফতাহুল উলুম মাদরাসার সামনে থেকে এক বিশাল প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

দ্বিপক্ষীয় বৈঠকে ভারতের না!  ড. ইউনূসের সাথে অংশ নিচ্ছে পাকিস্তান - নেদারল্যান্ড ও নেপাল।

দ্বিপক্ষীয় বৈঠকে ভারতের না! ড. ইউনূসের সাথে অংশ নিচ্ছে পাকিস্তান - নেদারল্যান্ড ও নেপাল।

জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগদানকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎ না করলেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া দ্বিপক্ষীয় বৈঠক হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ নেদারল্যান্ডস, নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে। ১৯ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলাদেশ মিশন এবং জাতিসংঘ সচিবালয় সূত্রে আরও জানা গেছে, মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসসহ বেশ কজন পদস্থ কর্মকর্তার সঙ্গেও বৈঠক হবে ড. ইউনূসের।

আরো একটি নৃশংস হত্যা কান্ডের সাক্ষী হল দেশ।

আরো একটি নৃশংস হত্যা কান্ডের সাক্ষী হল দেশ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে। নিহত এই ছেলেটির নাম তোফাজ্জল হোসেন। সে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। এই ছেলেটি বেশ স্বজ্জন, পরোপকারী ও নেতৃত্বগুন সম্পন্ন ছাত্রনেতা ছিল। ব্যক্তিগত জীবনে প্রেম সংক্রান্ত একটি বিষয় নিয়ে আঘাতপ্রাপ্ত হওয়ায় প্রথমে কিছুটা মানসিক ভারসাম্য হারায়। এর কিছুদিনের মধ্যে খুব অল্প সময়ের ব্যবধানে তোফাজ্জলের মা, বাবা ও একমাত্র বড় ভাই মারা যান। তোফাজ্জল পরিবার ও অবিভাবক শুন্য হয়ে পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে গত ৩-৪ বছর ধরে দেশের বিভিন্ন জায়গায় ভবঘুরে হয়ে ঘুরতেছিলো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের মেধাবীরা তাকে নির্মম নৃসংভাবে হত্যা করেছে।

মধ্যরাতে ঢাকার রাজপথে বাঁধন-নওশাবারা!

মধ্যরাতে ঢাকার রাজপথে বাঁধন-নওশাবারা!

ঠিক রাত ১১ টা ৫৯ মিনিটে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত পদযাত্রা করেন সচেতন নারী সমাজের সদস্যরা। ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদ এবং অপরাধীদের বিচারের দাবিতে এক হয়েছেন তারা। শুক্রবার ১৩ দফা দাবিতে ‘শেকল ভাঙার পদযাত্রা’ কর্মসূচি পালন করেছেন সচেতন নারীরা। এদিন রাত ১০টার পর থেকে জাতীয় জাদুঘরের সামনে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নারীরা একত্রিত হতে থাকেন। সেখান থেকে ফেস্টুন, ব্যানার ও মশাল জ্বালিয়ে পদযাত্রাটি শুরু হয়। এরপর তা সায়েন্সল্যাব, কলাবাগান ও আসাদ গেট হয়ে সংসদ ভবনের সামনে এসে শেষ হয়।

নজরুলকে ‘জাতীয় কবি’ ঘোষণার গেজেট প্রকাশ করুন : বাংলাদেশ ন্যাপ

নজরুলকে ‘জাতীয় কবি’ ঘোষণার গেজেট প্রকাশ করুন : বাংলাদেশ ন্যাপ

বাংলাদেশের মানুষের প্রাণের কবি কাজী নজরুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে “বাংলাদেশের জাতীয় কবি” ঘোষণা করে অবিলম্বে গেজেট বিজ্ঞপ্তি জারি করতে অর্ন্তরবর্তিকালিন সরকারের প্রতি উদাত্ত্ব আহ্বান জানিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ নেতৃদ্বয় বলেছেন, ‘বাংলাদেশের জাতীয় কবি হিসাবে কাজী নজরুল ইসলামের নাম উচ্চারিত হলেও প্রকৃত অর্থে দু:খজনক হলেও সত্য যে, সরকারের কোনো আনুষ্ঠানিক দলিলপত্রে জাতীয় কবি হিসেবে তাঁর নাম নাই। স্বাধীনতা ৫৩ বছর পরও বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ হিসাবে ঘোষণা করে গেজেট প্রকাশ না করা শাসকগোষ্টির চরম ব্যার্থতা।’

অগ্নিগর্ভ বাংলাদেশ, জনবিষ্ফোরণে নিহত শতাধিক

অগ্নিগর্ভ বাংলাদেশ, জনবিষ্ফোরণে নিহত শতাধিক

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি নিয়ে গড়ে ওঠা আন্দোলন রাজনীতির আগুন পেয়ে সর্বগ্রাসী রূপ নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার পর সরকার থেকে নম্রতা দেখানো হলেও বিক্ষুব্ধদের দাবি ততদিনে আর কোটা সংস্কারে সীমাবদ্ধ নেই। আনুষ্ঠানিকভাবে সরকার পতনের এক দফা ঘোষণা আসার পর রোববার প্রথম দিনেই রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়েছে গোটা দেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সারা দেশে শিক্ষার্থী, পুলিশ, রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষসহ নিহত হয়েছেন শতাধিক বলে খবর পাওয়া গেছে। নিহতদের বড় অংশ আন্দোলনকারী। সহিংস হামলায় নিহত হয়েছে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ১৩ পুলিশ সদস্য। এ ছাড়া কুমিল্লায় আরও এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন শাসকদলের নেতাকর্মীও। আহত হয়েছেন হাজার হাজার মানুষ। স্বাধীন বাংলাদেশ আগে কখনো এমন দিন দেখেনি।

৭ লাখ পিস ইয়াবা মিলল সড়ক ও জনপথ অধিদপ্তরের স্টিকার লাগানো বিলাসবহুল গাড়িতে

৭ লাখ পিস ইয়াবা মিলল সড়ক ও জনপথ অধিদপ্তরের স্টিকার লাগানো বিলাসবহুল গাড়িতে

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে সড়ক ও জনপথ অধিদপ্তরের স্টিকার লাগানো একটি বিলাসবহুল গাড়ি থেকে ৭ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এ সময় চারজনকে আটক করা হয়েছে। রোববার (১৯ মে) দিবাগত রাতে মেরিন ড্রাইভ সড়কের উখিয়ার চেংছড়ি পাটুয়ারটেক বিচ এলাকা থেকে ইয়াবাসহ আটক করা হয় তাদের। আটককৃতদের মধ্যে ছিলেন- টেকনাফ পৌরসভার ডেইলপাড়ার হাজী মোহাম্মদ আলীর ছেলে আব্দুল আমিন (৪০), একই এলাকার মৃত দিল মোহাম্মদের ছেলে জাফর আলম (২৬), টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার আবু ছৈয়দের ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ (৩৫) ও একই এলাকার মৃত মোহাম্মদ কাশেমের ছেলে নুরুল আবছার (২৮)।

সেনাবাহিনীর নেতৃত্বে বান্দরবানে যৌথ অভিযানে ৩ কেএনএফ সদস্য নিহত

সেনাবাহিনীর নেতৃত্বে বান্দরবানে যৌথ অভিযানে ৩ কেএনএফ সদস্য নিহত

যৌথ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সশস্ত্র শাখার তিন সদস্য নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে বান্দরবানের রুমা উপজেলার রোনিনপাড়া ও রোয়াংছড়ির পাইক্ষ্যংপাড়া এলাকায়। রোববার (১৯ মে) দুপুরে রুমা-রোয়াংছড়ি সীমান্তে এ ঘটনা ঘটে। তবে এখনো নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, ডেবাছড়ার গভীর অরণ্যে কেএনএফের গোপন আস্তানার সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে এই যৌথ অভিযানটি পরিচালনা করা হয়। ঘণ্টাব্যাপী গুলি বিনিময়ের পর সেখান থেকে কেএনএফের দুই সদস্যের মরদেহ ও অপর একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তিনিও মারা যান। এদিকে ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে টহল জোরদারের পাশাপাশি বাড়তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।