‘অপারেশন ডেভিল হান্ট’-এ গ্রেপ্তার ৪,৬০৪, অস্ত্র উদ্ধার!
দেশব্যাপী চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’-এ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত ৭২ ঘণ্টায় ৪ হাজার ৬০৪ জনকে গ্রেপ্তার করেছে। ৮ই ফেব্রুয়ারি রাতে শুরু হওয়া এই অভিযানে, প্রথম ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয় ১৩০৮ জন। পরবর্তী ২৪ ঘণ্টায় ১৫২১ জন এবং সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৭৭৫ জনের মধ্যে ৬০৭ জন ছিল ‘ডেভিল হান্ট’-এর অভিযুক্ত। এর পাশাপাশি, পুলিশের হাতে বিভিন্ন ধরনের অস্ত্রও এসেছে, যার মধ্যে পিস্তল, এলজি, ওয়ান শুটার গান, পাইপ গান, রামদা, চাপাতি ও ছুরি রয়েছে।