রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি: সংগৃহীত
প্রকাশিত: ০৭:২৬ ২৭ জানুয়ারী ২০২৫
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যু নিয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, কোকোর মৃত্যু স্বাভাবিক ছিল না। তিনি বলেন, এই মৃত্যুর রহস্য উদঘাটন করা হবে এবং এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জন্য বিএনপি কাজ করে যাচ্ছে।
রবিবার পূর্বলন্ডনের একটি রেস্টুরেন্টে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত এক দোয়া-মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ কোকোর ক্রীড়াঙ্গনে অবদান উল্লেখ করে বলেন, তার সাংগঠনিক দক্ষতার কারণে বাংলাদেশের ক্রিকেট আজ সারা বিশ্বে স্বীকৃতি পেয়েছে। তিনি আরও বলেন, কোকোকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছিল, যা তার মৃত্যুর অন্যতম কারণ হতে পারে।
তিনি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে ভূমিকা ও দেশের প্রতি তার আত্মত্যাগের কথা তুলে ধরে বলেন, বিএনপির ইতিহাস গর্বের এবং তা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার।
অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক বলেন, বেগম খালেদা জিয়া সুস্থ অবস্থায় জেলে গিয়েছিলেন, কিন্তু তাকে ধীরে ধীরে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। তিনি এর জন্য দায়ীদের বিচার দাবি করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কো-অর্ডিনেটর আবু নাছের শেখ ও শরফরাজ শরফু। আরও বক্তব্য দেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিজ্ঞাপন