শনিবার , ১৭ মে, ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ০১:৩৪ ১৬ মে ২০২৫
‘মর্যাদাপূর্ণ বাংলাদেশ ও নতুন বন্দোবস্তের লক্ষ্যে তারুণ্যের প্রত্যয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আত্মপ্রকাশ করলো জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব শাখা ‘জাতীয় যুবশক্তি’। শুক্রবার (১৬ মে) বিকেলে রাজধানীর গুলিস্তানে আবরার ফাহাদ অ্যাভিনিউয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
নতুন এই প্ল্যাটফর্মের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম এবং সদস্য সচিব করা হয়েছে ডা. জাহিদুল ইসলামকে। অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তাদের নাম ঘোষণা করেন।
এছাড়াও কমিটির মুখ্য সংগঠক হিসেবে ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের নাম ঘোষণা করা হয়। জানা গেছে, ‘জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি হবে ১৩১ সদস্যের বিশাল একটি দল, যারা আগামী দিনে সংগঠনটির কার্যক্রম পরিচালনায় নেতৃত্ব দেবেন।
আত্মপ্রকাশ অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচনা হয়। এরপর মঞ্চে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিভিন্ন ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। সেই সময়ের স্লোগান ও সংগীত পরিবেশনার মধ্য দিয়ে তরুণদের রাজনৈতিক সচেতনতা ও সক্রিয়তার বার্তা পৌঁছে দেওয়া হয়।
আয়োজকরা জানান, ‘জাতীয় যুবশক্তি’ তরুণদের মধ্যে দেশপ্রেম, নেতৃত্ব ও সামাজিক দায়বদ্ধতা জাগিয়ে তুলতে কাজ করবে। তারা গণতান্ত্রিক চেতনা ও নাগরিক অধিকারের পক্ষে সোচ্চার থাকবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।
বিজ্ঞাপন