আয়নাঘরে আটকে রাখা হয়েছিল: নাহিদ ও আসিফ!

আয়নাঘরে আটকে রাখা হয়েছিল: নাহিদ ও আসিফ!

ছবি: সংগৃহীত

স্টাফ করেসপন্ডেন্ট, মোরনিউজবিডি.কম
স্টাফ করেসপন্ডেন্ট, মোরনিউজবিডি.কম

প্রকাশিত: ০৯:১১ ১২ ফেব্রুয়ারী ২০২৫

জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাদা পোশাকে তুলে নেওয়া হয়েছিল নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। মাসের পর মাস পরিবার-পরিজনের কাছে ছিলেন নিখোঁজ। অবশেষে, বুধবার (১২ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আয়নাঘর পরিদর্শনে গিয়ে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার সত্যতা খুঁজে পান তারা।

নাহিদ ও আসিফ জানিয়েছেন, তাদের ডিজিএফআইয়ের টর্চারসেলে আটকে রাখা হয়েছিল। যে কক্ষগুলোতে তারা ছিলেন, সেগুলোর কিছু বৈশিষ্ট্য আজও অটুট রয়েছে। “আমি এই ঘরটা পরিষ্কার মনে করতে পারছি। এক পাশে একটা বেসিনের মতো টয়লেট ছিল। দেয়ালের মাঝে যে অংশ ছিল, সেটা ভেঙে ফেলা হয়েছে, নতুন রং করা হয়েছে। কিন্তু এটা সেই জায়গা, যেখানে আমাকে দিনের পর দিন আটকে রাখা হয়েছিল।”

“আমার কক্ষের দেয়ালের উপরের দিকে এক্সস্ট ফ্যান ছিল। সেই গরম, সেই অন্ধকার—সব মনে আছে। আজ এখানে দাঁড়িয়ে আমি বুঝতে পারছি, এটা সেই জায়গা।” জুলাইয়ের সেই আন্দোলন দমন করতে যাওয়া নিখোঁজদের তালিকায় ছিল আরও অনেক নাম। তবে, এখনো অনেকেই ফিরে আসেননি। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এই পরিদর্শন সত্য উদঘাটনের পথে একটি বড় ধাপ।

এই ঘটনার বিষয়ে ডিজিএফআই বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। তবে, মানবাধিকার সংগঠনগুলোর দাবি, দীর্ঘদিন ধরে গোপন আটককেন্দ্র নিয়ে যেসব অভিযোগ উঠেছে, তা আরও গভীরভাবে তদন্ত করা দরকার।
 

বিজ্ঞাপন