বাসে ডাকাতি ও শ্লীলতাহানির প্রতিবাদে শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ !

বাসে ডাকাতি ও শ্লীলতাহানির প্রতিবাদে শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ !

ছবি : সংগৃহীত

স্টাফ করেসপন্ডেন্ট, মোরনিউজবিডি.কম
স্টাফ করেসপন্ডেন্ট, মোরনিউজবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৭ ২২ ফেব্রুয়ারী ২০২৫

রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারীর শ্লীলতাহানির ঘটনায় রাজধানী ঢাকার শাহবাগে শুক্রবার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এই বিক্ষোভে অংশ নেয়। তারা ধর্ষণ এবং বিচারহীনতার প্রতিবাদ জানিয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেন।

ঘটনাটি ঘটে গত ১৭ ফেব্রুয়ারি, যখন ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসে ডাকাতি ও নারীর শ্লীলতাহানি সংঘটিত হয়। তবে, ঘটনার চার দিন পর, শুক্রবার, টাঙ্গাইলের মির্জাপুর থানায় অজ্ঞাতপরিচয় ৮-৯ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়। মামলাটি ভুক্তভোগী যাত্রী ওমর আলী বাদী হয়ে দায়ের করেছেন। মির্জাপুর থানার পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায় মামলা হয়েছে।

এর আগে, নাটোরের বড়াইগ্রাম থানায় প্রথমে অভিযোগ জানানো হলেও সীমানা জটিলতার কারণে মামলা গ্রহণ করা হয়নি। পরে মির্জাপুর থানাও একই অজুহাতে দায় এড়ায়। তবে, ঘটনার সংবাদ প্রকাশের পর এটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং চতুর্থ দিনে মামলা নেওয়া হয়।

বিক্ষোভ সমাবেশে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের সাবেক ভিপি তাসনিম আফরোজ ইমি, ঢাবির প্রাক্তন শিক্ষার্থী আল ফজলে রাব্বি, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাহমিদ আল মুদাসসির চৌধুরী তাদের বক্তব্যে নারীদের প্রতি সহিংসতা এবং ধর্ষণের বিচারহীনতার প্রতিবাদ জানান। তারা সরকারের ব্যর্থতা ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান।

এদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এই ঘটনায় গতকাল বিকেলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, যেখানে দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।

 

 

 

বিজ্ঞাপন