রবিবার , ১৯ জানুয়ারি, ২০২৫ | ৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি: সংগৃহীত।
প্রকাশিত: ১২:৫৯ ১৮ জানুয়ারী ২০২৫
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, “সরকার পতনের আন্দোলনের মাস্টারমাইন্ড তারেক রহমান। তিনি নেপথ্যের কারিগর নন, বরং প্রকাশ্যের কারিগর। ছয় হাজার কিলোমিটার দূরে থেকেও তিনি বাংলাদেশের জনগণের পাশে থেকে বলেছেন ‘টেক-ব্যাক বাংলাদেশ’।’’
শনিবার দুপুরে নরসিংদীর চিনিশপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন আরো বলেন, ‘‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা সরকার পতনের আন্দোলন করেনি, তারা কোটাবিরোধী আন্দোলন করেছিল। তবে বিএনপি অনেক আগেই সরকার পতনের এক দফার আন্দোলনে গিয়েছিল।’’
শেখ পরিবারের দুর্নীতি নিয়ে মন্তব্য করে তিনি বলেন, ‘‘শুধু দেশে নয়, শেখ পরিবারের সদস্যরা যেখানে গেছেন, সেখানেই দুর্নীতি ছড়িয়ে পড়েছে। এমনকি ব্রিটিশ মন্ত্রিসভা থেকেও পদত্যাগ করতে বাধ্য হয়েছে টিউলিপ। এফবিআই ইতোমধ্যেই তিনশো বিলিয়ন ডলারের দুর্নীতির তথ্য পেয়েছে। এসব দুর্নীতিতে শেখ পরিবারের সদস্যদের জড়িত থাকার অভিযোগ রয়েছে।’’
অনুষ্ঠানে নরসিংদী শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক উদ্দিন ভুঁইয়া, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা বিএনপির সদস্য কবির আহমেদ, এবং চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লাসহ অন্যান্য নেতারা।
বিজ্ঞাপন