ওসির অপসারণ দাবিতে নবীগঞ্জ থানায় ঝাড়ু মিছিল!

ওসির অপসারণ দাবিতে নবীগঞ্জ থানায় ঝাড়ু মিছিল!

ছবি: সংগৃহীত

স্টাফ করেসপন্ডেন্ট, মোরনিউজবিডি.কম
স্টাফ করেসপন্ডেন্ট, মোরনিউজবিডি.কম

প্রকাশিত: ১২:৩২ ১৫ জানুয়ারী ২০২৫

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেনের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ছবি তোলার অভিযোগের জেরে তার অপসারণ দাবিতে ঝাড়ু মিছিল করেছে বিএনপি, যুবদল, ছাত্রদল ও জাসাস।

গত মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ শহরের গোল্ডেন প্লাজার সামনে থেকে উপজেলা যুবদল নেতা শেখ শিপনের নেতৃত্বে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার মোড়ে গিয়ে প্রতিবাদ সভায় রূপ নেয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাসাসের সদস্য সচিব কাজী সেলিম এবং সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আল আমিন তালুকদার। বক্তব্য দেন:

উপজেলা যুবদল নেতা শেখ শিপন মিয়া
ইনাতগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, জিল্লুর রহমান, নুর আলী
উপজেলা জাসাসের নেতারা: আব্দুস সামাদ, শাহিনুর রহমান শানু
ইনাতগঞ্জ কৃষকদলের সভাপতি মুহিত আলী
যুবদল নেতা জাবির হোসেন লাল, আজির হাসান
পৌর ছাত্রদল নেতা শেখ আলী আহমদ মিটন, লিমন আহমেদ, রেদোয়ান আহমেদ প্রমুখ।
ঝাড়ু মিছিল এবং প্রতিবাদ সভায় বিএনপি, যুবদল, ছাত্রদল ও জাসাসের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ছিল। তারা ওসি কামাল হোসেনের অপসারণ দাবি করে দৃঢ় প্রতিবাদ জানান।

 

বিজ্ঞাপন