শুক্রবার , ০১ আগস্ট, ২০২৫ | ১৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩০ ৩১ জুলাই ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন। গতকাল বুধবার (৩০ জুলাই) চিকিৎসকরা তাঁর হার্টে পাঁচটি বড় ধরনের ব্লক শনাক্ত করেন। এর পরপরই দ্রুত বাইপাস সার্জারি করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তাঁর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ নজরুল ইসলাম।
নজরুল ইসলাম জানান, ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে দলীয় সমাবেশ চলাকালে বক্তৃতার সময় ডা. শফিকুর রহমান মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকে তাঁর নিয়মিত শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছিল। সর্বশেষ বুধবার ইউনাইটেড হাসপাতালে কার্ডিওলজিস্ট ডা. মমিনুজ্জামানের তত্ত্বাবধানে এনজিওগ্রাম সম্পন্ন হলে হার্টে পাঁচটি ব্লক ধরা পড়ে। চিকিৎসকরা এনজিওপ্লাস্টি নয়, বরং বাইপাস সার্জারির পরামর্শ দেন।
জামায়াত আমিরকে প্রাথমিকভাবে বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনায় আনা হলেও, তিনি নিজেই তা প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, “দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে।”
জানা গেছে, বাইপাস সার্জারির জন্য ইতোমধ্যে একটি বিশেষজ্ঞ চিকিৎসক বোর্ড গঠন করা হয়েছে। আগামী শনিবার (৩ আগস্ট) ইউনাইটেড হাসপাতালেই ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এ খবর ছড়িয়ে পড়ার পর, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় এক শতাধিক হৃদরোগ বিশেষজ্ঞ ও চিকিৎসক তাঁকে দেখতে হাসপাতালে ছুটে যান।
দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষও জামায়াত আমিরের দ্রুত সুস্থতা কামনায় দেশজুড়ে দোয়া-মোনাজাত করছেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন