রবিবার , ১৯ জানুয়ারি, ২০২৫ | ৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি : সংগৃহীত
প্রকাশিত: ০১:০৬ ১৮ জানুয়ারী ২০২৫
বহুল আলোচিত ‘ছাগলকাণ্ডে’ জড়িত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানকে তিন দিনের রিমান্ড শেষে অস্ত্র মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। শনিবার (১৮ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত এই আদেশ দেন।
গত মঙ্গলবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে স্ত্রীসহ গ্রেপ্তার হন মতিউর রহমান। ডিবি পুলিশ তার কাছ থেকে অবৈধ অস্ত্র এবং ২৪ রাউন্ড গুলি উদ্ধার করে। পরবর্তী সময়ে ভাটারা থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।
২০২৩ সালের কোরবানির ঈদে ঢাকার সাদিক অ্যাগ্রো থেকে ১২ লাখ টাকায় একটি ছাগল কিনে আলোচনায় আসেন মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান। এরপর থেকেই মতিউর রহমান ও তার পরিবারের বিলাসবহুল জীবনযাপন, সম্পদ, এবং দুর্নীতি নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকে।
দুদকের অনুসন্ধানে মতিউর রহমান ও তার পরিবারের নামে থাকা ঢাকার চারটি অ্যাপার্টমেন্ট, বহু জমি, ১১৬টি ব্যাংক হিসাবে জমাকৃত ১৩ কোটি ৪৪ লাখ টাকা এবং ২৩টি বিও হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেয় আদালত।
এছাড়াও মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজ ও তার ছেলে আহমদ তৌফিকুর রহমানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়।
দুদকের অনুসন্ধানে মতিউর রহমানের বান্ধবী ও এনবিআরের আরেক কর্মকর্তা আরজিনা খাতুনের বিরুদ্ধেও দুর্নীতি, মানি লন্ডারিং, এবং স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
‘ছাগলকাণ্ড’ থেকে শুরু হওয়া এই ঘটনায় মতিউর রহমান ও তার পরিবারের বিপুল সম্পদ অর্জন এবং দুর্নীতির চিত্র এখন সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে।
বিজ্ঞাপন