নেত্রকোনায় সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ

নেত্রকোনায় সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি, নেত্রকোণা:
জেলা প্রতিনিধি, নেত্রকোণা:

প্রকাশিত: ১২:৪৯ ২৯ সেপ্টেম্বর ২০২৪

রাসুল সা. কে নিয়ে কটুক্তিকারী হিন্দু পুরোহিতকে যদি ভারত সরকার গ্রেফতার  করে শাস্তির আওতায় না আনে প্রয়োজনে ভারত অভিমুখে লংমার্চ করবো -  মাওলানা নুরুল্লাহ্ ভুইয়া।  আজ রবিবার ২৯ সেপ্টেম্বর দুপুর ২টায়  সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ নেত্রকোনা এর উদ্যোগে ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত কতৃক  মহানবী ( সা:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে জেলা শহরের বারহাটা রোডস্থ জামিয়া মিফতাহুল উলুম মাদরাসার সামনে থেকে এক বিশাল  প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।


সমাবেশে বক্তব্য রাখেন, সম্মিলিত ওলামা মশায়েখ পরিষদ নেত্রকোনা উপদেষ্টা  মাওলানা নুরুল্লাহ্ ভুইয়া, দায়িত্বশীল, মাওলানা গাজী আবদুর রহীম,  মাষ্টার নিজামুদ্দিন, মাওলানা আনোয়ার শাহ্, মাওলানা দিলোওয়ার হোসাইন,  মাওলানা আহমাদ ও মুহাম্মদ রাসেল আহমাদ প্রমুখ। সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ নেত্রকোনার উপদেষ্টা মাওলানা ভুইয়া তার বক্তব্যে বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালামের কটুক্তি করি হিন্দু  পুরোহিতের উপযুক্ত বিচার যদি ভারত সরকার না করে তাহলে রাসুলের মোহাব্বাতে প্রয়োজনে আমরা ভারত অভিমুখে লংমার্চ করব ইনশাআল্লাহ। 
মিছিলে ওলামা মাশায়েখ ছাড়াও সাধারণ ধর্মপ্রাণ  মুসল্লীরা অংশগ্রহণ করেন

বিজ্ঞাপন