ক্যাম্পাস

ইবির ৪৫ বছরের সংকটে শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা

ইবির ৪৫ বছরের সংকটে শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা

স্বাধীনতাত্তোর বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। ১৯৭৯ সালের ২২ নভেম্বর কুষ্টিয়া-ঝিনাইদহের মধ্যবর্তী স্থান শান্তিডাঙ্গা-দুলালপুরে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। মানসম্মত উচ্চশিক্ষার সম্প্রসারণে জ্ঞান সঞ্চারণ ও নতুন জ্ঞান উদ্ভাবনে দক্ষ জনশক্তি গড়ার অভীষ্ট্য লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ৪৬ বছরে পদার্পণ করতে যাচ্ছে। তারই লক্ষ্য পানে ছুটতে বর্তমানে ৮টি অনুষদের অধীনে ৩৬টি বিভাগে প্রায় ১৬ হাজার ৭শ শিক্ষার্থী অধ্যয়নরত। কিন্তু ৪৫ বছর পেরিয়ে গেলেও রয়ে গেছে পাহাড়সম সংকট। এজন্য বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সংকট নিয়ে শিক্ষার্থীদের ভাবনা ও সংকট নিরসনে প্রতিষ্ঠাবার্ষিকীতে তাদের প্রত্যাশা পাঠকদের কাছে তুলে ধরছেন ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তানিম তানভীর।

বিশ্ববিদ্যালয়ের ডায়েরি-ক্যালেন্ডারে শহীদ জিয়াউর রহমানের নাম অন্তর্ভুক্তসহ ছাত্রদলের ১৯ দাবি

বিশ্ববিদ্যালয়ের ডায়েরি-ক্যালেন্ডারে শহীদ জিয়াউর রহমানের নাম অন্তর্ভুক্তসহ ছাত্রদলের ১৯ দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডায়েরি ও ক্যালেন্ডারে শহীদ জিয়াউর রহমানের নাম অন্তর্ভুক্তসহ ১৯ দাবিতে উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর স্মারকলিপি প্রদান করেছে শাখা ছাত্রদল। শনিবার ( ১৬ নভেম্বর) দুপুর আড়াইটায় উপাচার্যের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করেন তারা। এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আনারুল ইসলাম, সদস্য- সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুর উদ্দিন, তরিকুল ইসলাম সৌরভসহ অন্যান্য নেতাকর্মীরা।

চারুকলাসহ পাঁচ বিভাগের কক্ষ বন্টনে চূড়ান্ত সিদ্ধান্ত ইবি প্রশাসনের

চারুকলাসহ পাঁচ বিভাগের কক্ষ বন্টনে চূড়ান্ত সিদ্ধান্ত ইবি প্রশাসনের

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বরাদ্দকৃত কক্ষ নিয়ে চলমান আন্দোলনের প্রেক্ষিতে রবীন্দ্র-নজরুল কলা ভবনে ৫ টি বিভাগের শ্রেনীকক্ষ বন্টনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন প্রশাসন। মঙ্গলবার (৫ নভেম্বর) সাড়ে এগারোটায় অনুষদীয় ডিনের উপস্থিতিতে বিভাগীয় সভাপতিদের সঙ্গে মতবিনিময়ের পর কক্ষ বন্টনের এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে এ বিষয় নিয়ে উপাচার্যের সঙ্গে ডিন এবং সভাপতিদের মতবিনিময় হয়। এছাড়া আগামী শনিবার থেকে প্রতিটি বিভাগ নিজ নিজ বরাদ্দকৃত শ্রেণীকক্ষে ক্লাস-পরীক্ষা শুরু করবে পারবে বলে মতবিনিময় সভার একটি সূত্র নিশ্চিত করেছেন।