ক্যাম্পাস

বিশ্ববিদ্যালয়ের ডায়েরি-ক্যালেন্ডারে শহীদ জিয়াউর রহমানের নাম অন্তর্ভুক্তসহ ছাত্রদলের ১৯ দাবি

বিশ্ববিদ্যালয়ের ডায়েরি-ক্যালেন্ডারে শহীদ জিয়াউর রহমানের নাম অন্তর্ভুক্তসহ ছাত্রদলের ১৯ দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডায়েরি ও ক্যালেন্ডারে শহীদ জিয়াউর রহমানের নাম অন্তর্ভুক্তসহ ১৯ দাবিতে উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর স্মারকলিপি প্রদান করেছে শাখা ছাত্রদল। শনিবার ( ১৬ নভেম্বর) দুপুর আড়াইটায় উপাচার্যের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করেন তারা। এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আনারুল ইসলাম, সদস্য- সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুর উদ্দিন, তরিকুল ইসলাম সৌরভসহ অন্যান্য নেতাকর্মীরা।

চারুকলাসহ পাঁচ বিভাগের কক্ষ বন্টনে চূড়ান্ত সিদ্ধান্ত ইবি প্রশাসনের

চারুকলাসহ পাঁচ বিভাগের কক্ষ বন্টনে চূড়ান্ত সিদ্ধান্ত ইবি প্রশাসনের

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বরাদ্দকৃত কক্ষ নিয়ে চলমান আন্দোলনের প্রেক্ষিতে রবীন্দ্র-নজরুল কলা ভবনে ৫ টি বিভাগের শ্রেনীকক্ষ বন্টনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন প্রশাসন। মঙ্গলবার (৫ নভেম্বর) সাড়ে এগারোটায় অনুষদীয় ডিনের উপস্থিতিতে বিভাগীয় সভাপতিদের সঙ্গে মতবিনিময়ের পর কক্ষ বন্টনের এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে এ বিষয় নিয়ে উপাচার্যের সঙ্গে ডিন এবং সভাপতিদের মতবিনিময় হয়। এছাড়া আগামী শনিবার থেকে প্রতিটি বিভাগ নিজ নিজ বরাদ্দকৃত শ্রেণীকক্ষে ক্লাস-পরীক্ষা শুরু করবে পারবে বলে মতবিনিময় সভার একটি সূত্র নিশ্চিত করেছেন।

বিভিন্ন সময়ে শাসকগোষ্ঠী বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য বুঝতে পারেনি: ইবি ভিসি

বিভিন্ন সময়ে শাসকগোষ্ঠী বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য বুঝতে পারেনি: ইবি ভিসি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, "ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা নিশ্চিত করা। নানা চড়াই-উৎরায় পেরিয়ে বিভিন্ন শাসন পরিবর্তনের মধ্য দিয়ে এই বিশ্ববিদ্যালয় বর্তমান পর্যায়ে এসেছে। বিভিন্ন সময়ে শাসকগোষ্ঠী এই বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য বুঝতে পারেনি। এখন সময় এসেছে এ সুযোগকে কাজে লাগানোর। তাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য বাস্তবায়ন এবং অগ্রসর করার জন্য আমি কাজ করতে অঙ্গীকারাবদ্ধ। বিশ্ববিদ্যালয়ের এই কাজকে সহজ করতে অ্যালামনাইয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

৬ ঘণ্টার মধ্যে সিন্ডিকেট ভেঙে দেওয়ার আল্টিমেটাম দিল রাবির আইন বিভাগ

৬ ঘণ্টার মধ্যে সিন্ডিকেট ভেঙে দেওয়ার আল্টিমেটাম দিল রাবির আইন বিভাগ

আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে আইন বিভাগের সামনে থেকে বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন ছাত্ররা। এ সময় তারা জানান, সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগরের বিরুদ্ধে তোলা অভিযোগের পরিপ্রেক্ষিতে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছিল। তবে আইন অনুষদের ডিন অধ্যাপক আবু নাসের মোহাম্মদ ওয়াহিদ সিন্ডিকেট সদস্য হওয়ায় তিনি সাদিকুল ইসলাম সাগরের পক্ষ নিয়েছেন। তাই তারা সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ ডিনের পদত্যাগের দাবিতে আজ অবস্থান কর্মসূচি পালন করেছেন।