"সারাদিন মিছিলে আর সারারাত কাটতো ভাই-বোনদের উপর হামলার ভিডিও দেখে আর কষ্টে"
কোটা সংস্কার আন্দোলন যে গণ-অভ্যুত্থানে রূপ নেয় তার প্রতিবাদ-সংগ্রামে গুরুত্বপূর্ণ ও সক্রিয় ভূমিকা পালন করেছেন নারী শিক্ষার্থীরা। তাদের অংশগ্রহণ শুধু আন্দোলনে নতুন উদ্যম যোগ করেনি, বরং এটি সক্রিয়তার একটি অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি সামনে নিয়ে এসেছে। আমরা তাঁদেরকে রাগে কাঁপতে দেখেছি, দুঃখে কাঁদতে দেখেছি, চরম দুঃসময়ে সহায়তার হাত বাড়াতে দেখেছি, আহত হতে দেখেছি, শুশ্রূষা করতে দেখেছি। বিজয়ে উল্লাস করতে দেখেছি। এ এক অভাবনীয় দৃশ্য।