সেনাবাহিনীর ৪০০ সদস্য পাহাড়ে শহীদ, কেও খবর রাখেনি: রাওয়া চেয়ারম্যান

সেনাবাহিনীর ৪০০ সদস্য পাহাড়ে শহীদ, কেও খবর রাখেনি: রাওয়া চেয়ারম্যান

খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতার পেছনে আন্তর্জাতিক প্রভাব থাকতে পারে বলে মন্তব্য করেছেন রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) চেয়ারম্যান কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হক। প্রথম সারির একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কথিত ধর্ষণ সংক্রান্ত অভিযোগকে বড় করে তোলা হয়েছে যাতে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এবং তার অঙ্গসংগঠন স্থানীয় মানুষদের বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়ে সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়ে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে। এতে তিনজন নিহত ও অনেকে আহত হয়েছেন।