নাহিদ ইসলাম পদ ছাড়বেন মঙ্গলবার, নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে বুধবার

নাহিদ ইসলাম পদ ছাড়বেন মঙ্গলবার, নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে বুধবার

ছবি: সংগৃহীত

স্টাফ করেসপন্ডেন্ট, মোরনিউজবিডি.কম
স্টাফ করেসপন্ডেন্ট, মোরনিউজবিডি.কম

প্রকাশিত: ০৮:০১ ২৩ ফেব্রুয়ারী ২০২৫

নাহিদ ইসলাম মঙ্গলবার তার উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন এবং আগামী বুধবার নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে। তরুণদের নেতৃত্বে নতুন দলটি জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে একটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ করবে। এ তথ্য পাওয়া গেছে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে আলোচনা করে।

জাতীয় নাগরিক কমিটির নেতারা জানায়, মার্চ মাসে রোজা শুরু হবে, তাই ফেব্রুয়ারির মধ্যে দলের আত্মপ্রকাশ করার পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে প্রায় ১ লাখ লোকের উপস্থিতি নিশ্চিত করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন।

দলের আত্মপ্রকাশের জন্য বেশ কয়েকটি কমিটি গঠন করা হয়েছে, এর মধ্যে রয়েছে অনুষ্ঠান প্রস্তুতি কমিটি, গঠনতন্ত্র ও ঘোষণাপত্র তৈরির কমিটি। এসব কমিটি নিয়মিতভাবে সভা করছে, এবং সর্বশেষ শুক্রবার একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

এর আগে নাগরিক কমিটি ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শীর্ষক ক্যাম্পেইন চালিয়েছে, যার মধ্যে সাড়ে ৩ লাখেরও বেশি মানুষ অংশ নিয়েছে এবং তাদের মতামত যাচাই করা হচ্ছে।

এ বিষয়ে নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, ‘আমরা ইতোমধ্যে জনমত জরিপ কর্মসূচি শুরু করেছি এবং লক্ষাধিক উপাত্ত পেয়েছি। আশা করছি, দলের আনুষ্ঠানিক যাত্রা আগামী সপ্তাহের শেষ দিকে শুরু হবে।’

দলের নাম এবং সাংগঠনিক কাঠামো এখনও চূড়ান্ত হয়নি, তবে শীর্ষ পদগুলো নিয়ে আলোচনা চলছে। নাহিদ ইসলাম আহ্বায়ক পদে চূড়ান্ত হলেও সদস্য সচিব পদ নিয়ে আখতার হোসেনের নাম প্রায় নিশ্চিত। অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছে নাসীরুদ্দীন পাটওয়ারী, আলী আহসান জুনায়েদ, সামান্তা শারমিন, সারজিস আলম এবং হাসনাত আবদুল্লাহ।

আলী আহসান জুনায়েদ ফেসবুকে এক পোস্টে বলেছেন, “জাতীয় নাগরিক কমিটির গঠন প্রক্রিয়া এবং নেতৃত্ব নিয়ে কিছু প্রশ্ন উঠেছে, যা নতুন দলে যাতে না থাকে, সেজন্য আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা হচ্ছে।”

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্রদের নতুন সংগঠন আজকালের মধ্যে ঘোষণা হতে পারে, যার কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে আবু বাকের মজুমদার এবং সদস্য সচিব হিসেবে জাহিদ আহসান নামের আলোচনা চলছে।

নতুন দলের জন্য প্রস্তুতি চললেও গঠন প্রক্রিয়া এবং নেতৃত্ব বিষয়ে আরও আলোচনা প্রয়োজন বলে জানা গেছে।
 

বিজ্ঞাপন