কিভাবে হলেন দিলীপ কুমার থেকে এ আর রহমান?
অস্কারজয়ী ভারতীয় সঙ্গীত পরিচালক এ আর রহমান শুধু সঙ্গীতের জগতে নন, তার আধ্যাত্মিক জীবন নিয়েও বহুবার আলোচনায় এসেছেন। সম্প্রতি তিনি নিজেই তুলে ধরেছেন কিভাবে দিলীপ কুমার থেকে তিনি ‘এ আর রহমান’ হলেন, এবং এর পেছনের গভীর ধর্মীয় ও মানসিক পরিবর্তনের গল্পটি।