অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন!

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন!

ছবি: সংগৃহীত

স্টাফ করেসপন্ডেন্ট, মোরনিউজবিডি.কম
স্টাফ করেসপন্ডেন্ট, মোরনিউজবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৯ ১৩ ফেব্রুয়ারী ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হলো জাতীয় ঐকমত্য কমিশন। ১৫ ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু করতে যাচ্ছে এই কমিশন।

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ সরকার সংস্কার কমিশনগুলোর সুপারিশের ভিত্তিতে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে 'জাতীয় ঐকমত্য কমিশন' গঠন করা হয়েছে।

কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সহ-সভাপতি হিসেবে থাকবেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ।

কমিশনের অন্যান্য সদস্যরা হলেন:

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী
পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার
বিচার বিভাগ সংস্কার কমিশনের বিচারপতি এমদাদুল হক
দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান
একমত হওয়া এই কমিশন দেশব্যাপী গুরুত্বপূর্ণ সংস্কার প্রক্রিয়ায় ভূমিকা রাখতে প্রস্তুত।

বিজ্ঞাপন