রবিবার , ১০ আগস্ট, ২০২৫ | ২৬ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৩:১৬ ৬ আগস্ট ২০২৫
ভরা মৌসুম চলছে, অথচ ইলিশের দেখা নেই বরিশালের বাজারে। নদী-নালা ও সাগরে মাছ ধরার অনুকূল সময় হলেও বাজারে মিলছে না কাঙ্ক্ষিত সেই ‘রুপালি ইলিশ’। যা কিছু পাওয়া যাচ্ছে, তার দাম এতটাই আকাশছোঁয়া যে সাধারণ ক্রেতাদের জন্য তা কিনে নেওয়া যেন স্বপ্ন ছাড়া আর কিছুই নয়।
বরিশালের অন্যতম বৃহৎ ইলিশ মোকাম পোর্ট রোড বাজার ঘুরে দেখা গেছে, সরবরাহ কিছুটা থাকলেও তা একেবারেই অপ্রতুল। অধিকাংশ ভ্রাম্যমাণ খুচরা বিক্রেতারা চাষের মাছ বা অন্যান্য সামুদ্রিক মাছ বিক্রিতে মনোযোগ দিচ্ছেন। যেসব ইলিশ বাজারে উঠছে, সেগুলো বেশিরভাগই আগেভাগে সংগ্রহ করে হিমায়িত অবস্থায় সংরক্ষণ করা ছিল—এখন তা বিক্রি হচ্ছে।
মাছ ব্যবসায়ী আকতার হোসেন জানান, “অভ্যন্তরীণ নদীগুলোতে এখন মাছ প্রায় নেই বললেই চলে। আগে প্রতিদিন যেখানে আমি একাই ৩৫ থেকে ৪০ মণ ইলিশ বিক্রি করতাম, এখন পুরো বাজার মিলিয়ে ৫০ মণ ইলিশও পাওয়া যাচ্ছে না। সামুদ্রিক মাছও আসছে না। তাই দাম নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।”
বর্তমান বাজারে ইলিশের দামের তালিকা দেখলে অবাক হতে হয়:
দেড় কেজি ওজনের ইলিশ: কেজিপ্রতি ৩,০০০ টাকা
১.২ কেজি ইলিশ: কেজিপ্রতি ২,৬৫০ টাকা
১ কেজি ইলিশ: কেজিপ্রতি ২,৫০০ টাকা
এলসি (৮০০-৯০০ গ্রাম): কেজিপ্রতি ২,২০০ টাকা
হাফ কেজি ইলিশ: ১,৬০০ টাকা
৪০০ গ্রাম ওজনের ইলিশ: ১,২৫০ টাকা
৩০০ গ্রাম ওজনের ইলিশ: ১,০০০ টাকা
২৫০ গ্রাম ইলিশ: ৮৫০ টাকা
এমন পরিস্থিতিতে বাজারে ইলিশ কিনতে এসে হতাশ হয়ে ফিরছেন অনেকেই। ক্রেতারা বলছেন, "ভরা মৌসুমে যেখানে ইলিশ সবার ঘরে থাকার কথা, সেখানে এখন শখ করে একটি মাছ কেনার সামর্থ্যও নেই।"
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন, নদীতে নাব্যতা সংকট, অতিরিক্ত মৎস্য আহরণ এবং পরিবেশ বিপর্যয় ইলিশের এই সংকটের জন্য দায়ী হতে পারে। তারা সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন, যাতে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ আবারও সবার নাগালে ফিরে আসে।
বিজ্ঞাপন