সংস্কার ছাড়া নির্বাচন নয়: জামায়াতে ইসলামী!

সংস্কার ছাড়া নির্বাচন নয়: জামায়াতে ইসলামী!

ছবি: সংগৃহীত

স্টাফ করেসপন্ডেন্ট, মোরনিউজবিডি.কম
স্টাফ করেসপন্ডেন্ট, মোরনিউজবিডি.কম

প্রকাশিত: ০৯:৩২ ১৩ ফেব্রুয়ারী ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন কমিশনকে (ইসি) জানিয়েছে, নির্বাচনসংক্রান্ত জরুরি সংস্কারগুলো শেষ করেই তারা জাতীয় সংসদ নির্বাচন চায়। দলটির মন্তব্য—সংস্কার ছাড়া জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পক্ষে নয়। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক শেষে একথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার।

"নো ইলেকশন উইথ আউট রিফর্মস—সংস্কার ছাড়া নির্বাচন নয়। আমরা চাই, নির্বাচনসংক্রান্ত যেসব সুপারিশ অতি জরুরি, বিশেষ করে নির্বাচনপ্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সংস্কার করে নির্বাচন দেওয়া হোক। তবে আমরা কোনো তারিখ নির্ধারণ করে দেইনি।"

তিনি আরও বলেন, জনগণের আকাঙ্ক্ষা, স্থানীয় সরকার নির্বাচন আগে অনুষ্ঠিত হোক। জামায়াতের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের কাছে তাদের সুপারিশ তুলে ধরেছে। এখন দেখার বিষয়, কমিশন এসব সুপারিশের বিষয়ে কী পদক্ষেপ নেয়।
 

বিজ্ঞাপন