শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪২ ২০ মে ২০২৪
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানসহ হেলিকপ্টারে থাকা সবাই একটি মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এবং আন্তর্জাতিক প্রতিবেদনের বরাতে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটে পূর্ব আজারবাইজান প্রদেশের তুষারাবৃত এবং পাহাড়ি এলাকায়।
প্রেসিডেন্ট রাইসির বহরে তিনটি হেলিকপ্টার ছিল। দুটি নিরাপদে অবতরণ করলেও একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। কুয়াশা এবং দুর্গম অঞ্চলের কারণে উদ্ধার কাজ ব্যাহত হলেও ঘটনাস্থলে কোনো জীবিতের সন্ধান মেলেনি। দুর্ঘটনায় প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী, নিরাপত্তা রক্ষী, এবং অন্যান্য কর্মকর্তাসহ মোট আটজন নিহত হয়েছেন।
দুর্ঘটনার পর, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ মোকবারকে নিয়োগ দিয়েছেন। তিনি দুই মাসের জন্য এই দায়িত্ব পালন করবেন এবং এ সময়ে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনাকে কেন্দ্র করে ইরান পাঁচ দিনের শোক ঘোষণা করেছে এবং জাতি জুড়ে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে তদন্ত চলছে।
বিজ্ঞাপন