হাতিয়ায় জোয়ারের পানিতে বেড়িবাঁধ ভাঙন, প্লাবিত হাজারো মানুষ

হাতিয়ায় জোয়ারের পানিতে বেড়িবাঁধ ভাঙন, প্লাবিত হাজারো মানুষ

নিজস্ব প্রতিবেদক, মোরনিউজবিডি
নিজস্ব প্রতিবেদক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৪:৩৮ ২৭ জুলাই ২০২৫

নোয়াখালীর উপকূলীয় দ্বীপ উপজেলা হাতিয়ায় অমাবস্যা ও বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে ভয়াবহ প্লাবন দেখা দিয়েছে। শনিবার (২৬ জুলাই) দুপুরে জোয়ার ও জলোচ্ছ্বাসের সময় উপজেলাটির বিভিন্ন এলাকায় প্রায় তিন কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়ে পড়ে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত দুই দিনে উপজেলার সুখচর, নলচিরা, চরইস্বর, নিঝুম দ্বীপ ও পার্শ্ববর্তী চরাঞ্চলে বেড়িবাঁধ ভেঙে নদীর লোনা পানি ঢুকে পড়ে। এর ফলে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে বসতঘর, রান্নাঘর, রাস্তা, মাছের ঘের ও কৃষি জমি। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান পানি জমে আছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সুখচর ইউনিয়নের ২, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড, তুপানিয়া, আল-আমিন গ্রাম এবং চরগাসিয়া, নলের চর, বয়ার চর, চর আতাউর ও মৌলভীর চরের বাসিন্দারা জানিয়েছেন—তাদের অনেকেই এখন খোলা আকাশের নিচে অবস্থান করছেন। পানির স্রোতে অনেক ঘরের মেঝে ও কাঠামো নষ্ট হয়ে গেছে। খাবার, বিশুদ্ধ পানি ও বিদ্যুতের সংকট দেখা দিয়েছে।

হাতিয়ার তুপানিয়া গ্রামের বাসিন্দা ইউসুফ মাঝি জানান, “জোয়ারে বেড়িবাঁধ ভেঙে লোনা পানি ঢুকে পড়েছে। এতে আমাদের মাছের ঘের ও ধানের জমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নদীর পাড়েও ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে পুরো এলাকা হুমকির মুখে পড়বে।”

পাউবোর নোয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. হালিম সালেহী বলেন, “অমাবস্যা ও নিম্নচাপের কারণে সৃষ্ট জোয়ারে তুপানিয়া, আল-আমিন গ্রাম ও নলচিরা এলাকায় তিন কিলোমিটার বেড়িবাঁধ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।”

স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন জানান, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি ত্রাণ ও সহায়তা পাঠানো হচ্ছে। তবে এলাকাবাসী দ্রুত বেড়িবাঁধ সংস্কার ও পুনর্গঠনের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

বিজ্ঞাপন