মঙ্গলবার , ১২ আগস্ট, ২০২৫ | ২৮ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৫:২৩ ১২ আগস্ট ২০২৫
মৌসুমের শুরুতেই সাগরে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ। এতে উপকূলীয় মৎস্যবন্দরগুলোতে কর্মচাঞ্চল্য ফিরেছে। কুয়াকাটা, আলীপুর ও মহিপুর ঘাটে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ইলিশ নামানো, বাছাই, প্যাকেটিং ও বরফে সংরক্ষণের ব্যস্ততা চলছে।
জেলেদের ট্রলার ভরা ইলিশ ঘাটে আসতেই শ্রমিকেরা টুকরিতে ভরে মাছ নামাচ্ছেন। বড় ও ছোট ইলিশ আলাদা করে ট্রাকে তুলে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হচ্ছে। মৌসুমের শুরুতে সরবরাহ কম থাকায় বাজারে দাম তুলনামূলক বেশি। বড় সাইজের এক কেজি ইলিশ ২,০০০ থেকে ২,৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, আর মাঝারি সাইজের ইলিশের কেজি ১,২০০ থেকে ১,৩০০ টাকা।
গত কয়েকদিনে মহিপুর ও আলীপুর মৎস্যবন্দরে ৪৫–৫০ টন ইলিশ বিক্রি হয়েছে। এক ট্রলারে ৭ লাখ ৫০ হাজার টাকা, আরেকটিতে ৯ লাখ ৭৫ হাজার টাকা এবং একটি ট্রলারে ১৩ লাখ ৫১ হাজার টাকার মাছ বিক্রি হয়েছে। এতে জেলেদের মুখে হাসি ফুটেছে, প্রাণ ফিরে পেয়েছে স্থানীয় অর্থনীতি।
তবে জেলেদের একটি অংশ জানান, সাগরে এখনো জাটকা ইলিশের প্রাচুর্য বেশি। বিশেষজ্ঞরা বলছেন, জাটকা নিধন নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিলে ভবিষ্যতে বড় সাইজের ইলিশের প্রাপ্তি বাড়বে।
উপকূলজুড়ে এখন এক উৎসবমুখর পরিবেশ, আর এর কেন্দ্রবিন্দু সেই রুপালি ইলিশ—যা জেলেদের ভাগ্য ফেরানোর পাশাপাশি দেশের অর্থনীতিতেও আনছে ইতিবাচক বার্তা।
বিজ্ঞাপন