আ.লীগ রাজনীতি করার বিন্দু পরিমাণ অধিকার রাখে না: আখতার!

আ.লীগ রাজনীতি করার বিন্দু পরিমাণ অধিকার রাখে না: আখতার!

ছবি: সংগৃহীত

স্টাফ করেসপন্ডেন্ট, মোরনিউজবিডি.কম
স্টাফ করেসপন্ডেন্ট, মোরনিউজবিডি.কম

প্রকাশিত: ০৬:৩০ ১৩ ফেব্রুয়ারী ২০২৫

জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘‘গণহত্যা চালানো আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার আর বিন্দু পরিমাণ অধিকার রাখে না।’’ বুধবার রাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গাজীপুরের সংঘাতে নিহত কাশেমের জানাযায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। আখতার বলেন, ‘‘শহীদ ভাইয়ের লাশের শপথ নিয়ে বলছি, আওয়ামী লীগ যদি আর কোনো আপত্তিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে, আমাদের শরীরের শেষ রক্তবন্ধু দিয়ে আমরা তাদের বিরুদ্ধে লড়ে যাব।’’

তিনি আরও বলেন, ‘‘বাংলাদেশ মুক্তির ছয় মাস পেরিয়ে গেছে, এবং আমাদের ভাইকে কুপিয়ে আহত করা হলো, এতটাই অসুস্থ হয়ে গেলেন যে তিনি শহীদ হলেন।’’ আখতার এই হত্যাকাণ্ডের পেছনে যারা সক্রিয় ছিলেন, তাদেরকে ‘পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ’ হিসেবে আখ্যা দেন।

এসময় আখতার জাতিসংঘের রিপোর্টের কথা উল্লেখ করে বলেন, ‘‘পুলিশ শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশে গণহত্যা করেছিল, মানবতাবিরোধী অপরাধ করেছিল।’’ তিনি আরও বলেন, ‘‘ভারতে থাকুক আর যেখানেই থাকুক; দেশীয় শক্তি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের সব শক্তি ব্যবহার করে শেখ হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে।’’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে বলেন, ‘‘জাতিসংঘের রিপোর্টে প্রকাশিত হয়েছে হাসিনা সরাসরি গণহত্যায় জড়িত। ছয় মাস পরেও আমাদের ভাই নিহত হলেন।’’ তিনি বলেন, ‘‘আমরা এতদিনেও সুবিচার পেতে পারিনি।’’

হাসনাত সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘‘আপনাদের আর কি লাগবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে?’’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল বলেন, ‘‘৬ মাস পরেও বিপ্লবীদের শহীদ হতে হচ্ছে। ৬ মাসে অন্তর্বর্তীকালীন সরকার কি করেছে?’’

এদিন শহীদ মিনারে জানাজার পর কফিন মিছিল আয়োজন করা হয়।

বিজ্ঞাপন