মঙ্গলবার , ২২ জুলাই, ২০২৫ | ৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৬ ২২ জুলাই ২০২৫
শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে রাজধানীর সচিবালয় এলাকায় বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে সচিবালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয়। পরে উত্তেজিত শিক্ষার্থীরা প্রধান গেট ভেঙে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েন।
বেলা আড়াইটার দিকে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেন। ‘ভুয়া ভুয়া’ এবং ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’—এই ধরনের স্লোগানে তারা সচিবালয়ের সামনের এলাকা মুখরিত করে তোলেন।
বিক্ষোভরত শিক্ষার্থীদের মধ্যে এইচএসসি পরীক্ষার্থী জোনায়েদ আহমেদ বলেন, “মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয়ে এত বড় দুর্ঘটনা ঘটল, অথচ সেই রাতে প্রায় তিনটার দিকে গিয়ে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হলো। সকালে আমরা প্রস্তুতি নিয়ে বের হয়েছি, পথে শুনছি পরীক্ষা বাতিল। এমন দায়িত্বহীন শিক্ষা উপদেষ্টা ও সচিবকে আমরা আর চাই না।”
শিক্ষার্থীরা অভিযোগ করেন, শুধু মাইলস্টোন কলেজের দুর্ঘটনার কারণেই নয়, বরং এসএসসি পরীক্ষায় অকৃতকার্যদের খাতা পুনর্মূল্যায়নের দাবিতেও তারা বিক্ষোভ করছেন। সচিবালয়ের প্রতিটি প্রবেশপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া অবস্থানে ছিল। গেট বন্ধ থাকায় সচিবালয়ের ভেতরে আটকে পড়ে অনেক সরকারি যানবাহন।
উল্লেখ্য, সোমবার রাজধানীর দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনা ঘটে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের (২২ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। তবে গভীর রাতে এ ঘোষণা দেওয়ায় পরীক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়।
বিজ্ঞাপন