বেনাপোলে সোনা চোরাচালন মামলায় রাজ্জাকের ১৪ বছরের জেল
যশোরে সোনা চোরাচালান মামলায় বেনাপোল পোর্টথানা চিহ্নিত চোরাকারবারি রাজ্জাক সরদারের ১৪ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আসামি রাজ্জাক বেনাপোলের বারোপোতা গ্রামের মৃত সমসের সরদারের ছেলে।