রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি: সংগৃহীত
প্রকাশিত: ০৮:২৭ ১৯ জানুয়ারী ২০২৫
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯) শারীরিক অবস্থার অবনতি ঘটায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, শনিবার রাতে তার অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে লাইফ সাপোর্ট দেয়া হয়। এর আগে থেকেই তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
কীভাবে ঘটলো দুর্ঘটনা?
শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার বনানীর ২৩ নম্বর রোডের ১০৯ নম্বর বাসায় বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হন বাবুল কাজী। জানা গেছে, বাথরুমে সিগারেট জ্বালানোর সময় বিস্ফোরণ ঘটে, এতে তার শরীরের ৭৪ শতাংশ পুড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন।
বর্তমান চিকিৎসা অবস্থা
বাবুল কাজীর চিকিৎসায় ১৬ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পরিবারের এই কঠিন সময়ে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
বিজ্ঞাপন