বুধবার , ৩০ এপ্রিল, ২০২৫ | ১৭ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩১ ৩০ এপ্রিল ২০২৫
বর্তমান বিশ্বে যুদ্ধের হুমকি চরমভাবে বেড়ে যাওয়ায় প্রস্তুতি ছাড়া থাকা আত্মঘাতী বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার ঢাকা ক্যান্টনমেন্টে বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া পর্যবেক্ষণ শেষে তিনি এসব কথা বলেন।
বিমান বাহিনীর বীর উত্তম এ কে খন্দকার ঘাঁটিতে আয়োজিত মহড়া অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা বলেন, “আমি ব্যক্তিগতভাবে যুদ্ধবিরোধী মানুষ। যুদ্ধ কেউ চায় না। কিন্তু আমরা এমন এক বিশ্বে বাস করছি, যেখানে প্রতিনিয়ত যুদ্ধের হুমকি রয়েছে। এই বাস্তবতায় যুদ্ধের প্রস্তুতি না রাখা মানেই আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া।”
ড. ইউনূস আরও বলেন, “যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে—এই আশঙ্কা অমূলক নয়। কিন্তু চারপাশের পরিস্থিতি এমন যে, প্রস্তুতি ছাড়া থাকা কোনোভাবেই সম্ভব নয়। আমাদের চারপাশে এমন নজির রয়েছে—যেমন ভারত-পাকিস্তানের যুদ্ধ-পরিস্থিতির উদাহরণ। সকালের খবরে শুনলাম, হয়তো আজই যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। এমন একটা ভঙ্গুর পরিস্থিতির মাঝে দাঁড়িয়ে থাকলে পূর্ণাঙ্গ প্রস্তুতির বিকল্প নেই।”
তিনি বলেন, “যুদ্ধের প্রস্তুতির ক্ষেত্রে কোনো অর্ধেক ব্যবস্থা চলে না। এখানে জয়ই একমাত্র অপশন। পরাজয় কোনো বিকল্প হতে পারে না। আমাদের সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি গ্রহণ করতে হবে।”
মহড়া অনুষ্ঠান প্রসঙ্গে তিনি বলেন, “আজকের মহড়া দেখে খুব ভালো লেগেছে। এমন বাস্তব প্রশিক্ষণ আমরা সাধারণত সিনেমায় দেখি। আজ বাস্তবে দেখলাম, কীভাবে আমাদের সন্তানরা দেশরক্ষায় প্রস্তুতি নিচ্ছে। এতে শুধু যুদ্ধের সাহস নয়, বরং চরম সংকট মোকাবিলায়ও আত্মবিশ্বাস বাড়ে।”
প্রধান উপদেষ্টা বলেন, “বিমান বাহিনী এখন আন্তর্জাতিক মানে পৌঁছে গেছে। দেশীয় প্রযুক্তির ব্যবহার করে আত্মনির্ভরশীল হয়ে উঠেছে তারা। সরকার তাদের কারিগরি ও প্রযুক্তিগত উন্নয়নে সর্বাত্মক সহায়তা করে যাচ্ছে। পেশাগত দক্ষতা ধরে রাখতে বিমান বাহিনীকে আরো অগ্রসর হতে হবে।”
দেশের সার্বভৌমত্ব রক্ষায় একটি যুগোপযোগী বিমান বাহিনী গড়ে তুলতে সরকারের চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অর্থনীতির পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে ড. ইউনূস বলেন, “আমাদের অর্থনীতি দুর্বল অবস্থায় আছে। বিগত সরকারের অব্যবস্থাপনার কারণে লুটপাট হয়েছে। ফলে আমাদের সামনে চ্যালেঞ্জ অনেক। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের সামগ্রিক কৌশল নির্ধারণ করতে হবে। শান্তির পথে এগোতে হবে, তবে প্রস্তুতিও থাকতে হবে।”
বিজ্ঞাপন