শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২০ ১৩ নভেম্বর ২০২৪
মাঠ কর্মকর্তাদের দ্রুত স্মার্টকার্ড বিতরণ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া বিতরণ শুরু হয়নি এমন উপজেলাতেও কার্যক্রম হাতে নেওয়ার জন্য বলা হয়েছে।
ইসি সচিব শফিউল আজিম সম্প্রতি নির্দেশনাটি এনআইডি মহাপরিচালক ও সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন।
এতে বলা হয়, মাঠ কার্যালয়ে সংরক্ষিত অবিতরণ করা স্মার্টকার্ড দ্রুত সময়ের মধ্যে বিতরণের উদ্যোগ নিতে হবে। এজন্য প্রয়োজনে স্থানীয় পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিয়ে হলেও উদ্বোধন করে বিতরণের কার্য ব্যবস্থা করতে হবে।
জানা গেছে, সারাদেশে ৩৫৭টি উপজেলা/থানা নির্বাচন কার্যালয়ে স্মার্টকার্ড বিতরণ আনুষ্ঠানিকভাবে শেষ করা হয়েছে। বর্তমানে ১৮টি উপজেলায়/থানা নির্বাচন কার্যালয়ে স্মার্টকার্ড বিতরণ কার্য চলমান রয়েছে। এছাড়া ২৩টি উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরুর অপেক্ষায় রয়েছে।
বিজ্ঞাপন