বুধবার , ২২ জানুয়ারি, ২০২৫ | ৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি : সংগৃহীত
প্রকাশিত: ০৭:২৯ ২২ জানুয়ারী ২০২৫
সৌদি আরব সরকার ওমরাহযাত্রীদের জন্য মেনিনজাইটিস টিকা নেওয়া বাধ্যতামূলক করেছে। এতে দেশে দেখা দিয়েছে টিকার সংকট, যা নিয়ে উদ্বেগে রয়েছেন ওমরাহযাত্রীরা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ গত সোমবার থেকে এই নির্দেশনা কার্যকর করেছে। এর ফলে টিকা ছাড়া কেউ সৌদি আরবে যেতে পারবেন না।
বিশেষজ্ঞরা বলছেন, মেনিনজাইটিস টিকা মূলত আমদানিনির্ভর। দেশে প্রতিবছর মাত্র ৪-৫ হাজার টিকার চাহিদা থাকলেও, নতুন নির্দেশনার কারণে এটি হঠাৎ বেড়ে গেছে।
এদিকে রাজধানীর স্কয়ার হাসপাতালসহ বিভিন্ন স্থানে টিকার ঘাটতির কারণে যাত্রীরা বিক্ষোভ করেছেন। আমদানিকারক প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, তারা ফাইজারের কাছ থেকে অতিরিক্ত টিকা আমদানির চেষ্টা করছে।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওমরাহযাত্রীদের ব্যক্তিগত উদ্যোগে টিকা কিনতে হবে। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় এখনও এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।
প্রতি বছর বাংলাদেশ থেকে লক্ষাধিক মানুষ ওমরাহ পালন করতে যান। নতুন নির্দেশনার ফলে অনেক যাত্রীর ভ্রমণ অনিশ্চিত হয়ে পড়েছে।
বিজ্ঞাপন