শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৬:৫১ ২৪ সেপ্টেম্বর ২০২৪
আজ ২৪ সেপ্টেম্বর, মঙ্গলবার রাত ১ টায় অনন্তলোকে পারি জমান প্রবীণ সাংবাদিক সনৎ নন্দী। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাংবাদিক মহল।
প্রবীণ সাংবাদিক সনৎ নন্দী, কয়েকদিন ধরে তিনি গুরুতর অসুস্থ হয়ে প্রথমে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এবং পরে বারডেমে চিকিৎসাধীন ছিলেন।
তিনদশক যাবৎ তিনি ঢাকার “ দৈনিক খবর” পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে কাজ করে গেছেন। নিরহংকারী সনৎ নন্দী কুষ্টিয়ার শিল্প-সংস্কৃতি- নাগরিক সামাজিক আন্দোলনের চেনা মুখ ছিলেন। ছিলেন জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টাস ইউনিটির আজীবন সদস্য। তার উদ্যোগ আর চেষ্টাতেই ঢাকাস্থ কুষ্টিয়া সাংবাদিক ফোরামের যাএা শুরু হয়।মৃত্যুকালে সনৎ নন্দী এক ছেলে ও স্ত্রী রেখে গেছেন । তার ছোট ভাই সুজিত নন্দীও সাংবাদিকতা পেশায় আছেন। সনৎ নন্দীর শেষকৃত্য পোস্তগোলার মহাশ্মশানে সম্পাদন করা হয়েছে।
এদিকে, তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা। সাপ্তাহিক তিলোওমা, পাক্ষিক স্বাস্থ্যসেবা ও মোর নিউজ পরিবার। খোকসা প্রেসক্লাব, আলোকিত খোকসা।
বিজ্ঞাপন