রাজনৈতিক দল খোলার কথা বলা হয়নি: মাহফুজ আলম

রাজনৈতিক দল খোলার কথা বলা হয়নি: মাহফুজ আলম

নিজস্ব প্রতিবেদক, মোরনিউজবিডি
নিজস্ব প্রতিবেদক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৮:৫২ ১৭ আগস্ট ২০২৪

ছাত্রদের বিপ্লবের মধ্য দিয়ে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। এরই মধ্যে বাংলাদেশে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। যার প্রধান উপদেষ্টা হয়েছেন শান্তিতে নোবেলবিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। উপদেষ্টাদের মধ্যে রয়েছেন ছাত্র আন্দোলনের সমন্বয়করাও।

গুঞ্জন রয়েছে নতুন দল গঠন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ নিয়ে বার্তাসংস্থা রয়টার্সও সংবাদ প্রকাশ করে। আন্দোলনকারী শিক্ষার্থীদের কয়েকজন রয়টার্সের সঙ্গে এ বিষয়ে কথা বলেন।
তবে রয়টার্সে দেওয়া তাদের বক্তব্য ভুলভাবে এসেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিভিন্ন বিষয়ে সমন্বয় করতে গঠিত লিয়াজোঁ কমিটির সমন্বয়ক মাহফুজ আলম। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে নিজের ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি।

ফেসবুকে তিনি লিখেছেন. ‘রাজনৈতিক দল খোলার কথা বলা হয়নি! রয়টার্সে দেওয়া আমার বক্তব্য ভুলভাবে এসেছে। আর সে ভুল বক্তব্যের বাজে বা উদ্দেশ্যমূলক অনুবাদ বাংলাদেশি মিডিয়া প্রচার করেছেন।

বিজ্ঞাপন