ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধের সিদ্ধান্ত!

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধের সিদ্ধান্ত!

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৬:২৯ ২৯ এপ্রিল ২০২৫

ঢাকার প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (২৯ এপ্রিল) গুলশানে নগরভবনে আয়োজিত এক বৈঠকে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ এই ঘোষণা দেন।

“ঢাকার মূল সড়কে কোনো ব্যাটারিচালিত রিকশা চলবে না। তবে শহরের অভ্যন্তরীণ সড়কে অনুমোদিত স্ট্যান্ডার্ড মডেলের ই-রিকশা চলাচল করতে পারবে,” — বলেন প্রশাসক।

‘ব্যাটারিচালিত রিকশার স্ট্যান্ডার্ড মডেল ও প্রোটোটাইপ নির্মাণের হালনাগাদ অগ্রগতি এবং ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক ওই সভায় জানানো হয়, ই-রিকশা চলাচল নীতিমালার খসড়া প্রণয়নের জন্য শিগগিরই একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে।

সভায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিইপিআরসি (BUET-BIPRC) তাদের ইজিবাইক প্রকল্পের আওতায় নতুন স্ট্যান্ডার্ডাইজড তিন চাকার স্বল্পগতির ই-রিকশার টাইপ-অনুমোদন ও রেজিস্ট্রেশন প্রস্তাব উপস্থাপন করে। এ লক্ষ্যে প্রোটোটাইপ প্রস্তুতের জন্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানানো হয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, পরিবহন বিভাগের মহাব্যবস্থাপক আব্দুল্লাহ আল মাসুদসহ সংশ্লিষ্ট রিকশা প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

ডিএনসিসি’র এই পদক্ষেপ নগর ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি নিরাপদ ও পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার দিকে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন