রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি: সংগৃহীত
প্রকাশিত: ০৭:০৩ ১০ ফেব্রুয়ারী ২০২৫
দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং দ্রব্যমূল্য সহনীয় রাখার দাবিতে সারাদেশে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। আগামী ১২ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত আট দিনে এই সমাবেশগুলো অনুষ্ঠিত হবে। আজ সোমবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে সমাবেশের পূর্ণাঙ্গ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এতে জানানো হয়েছে, বিএনপির কেন্দ্রীয় নেতারা বিভিন্ন অঞ্চলে সমাবেশে বক্তব্য দেবেন। ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে দলের নেতারা উপস্থিত থাকবেন।
১২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সমাবেশ, যেখানে উপস্থিত থাকবেন গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সালাহ উদ্দিন আহমেদ, হাফিজ উদ্দিন আহমেদ সহ আরও অনেক কেন্দ্রীয় নেতা। এর পরের দিনগুলোতে, ১৭, ১৮, ১৯, ২০, ২২, ২৪, এবং ২৫ ফেব্রুয়ারি ধারাবাহিকভাবে বিভিন্ন শহরে সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিএনপি বলছে, তাদের এই কর্মসূচি জনগণের অধিকার রক্ষায় এবং বর্তমান সরকারের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে।
বিজ্ঞাপন