ড. ইউনূসের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র হচ্ছে, জড়িত ভারতের মিডিয়া: প্রেস সচিব!

ড. ইউনূসের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র হচ্ছে, জড়িত ভারতের মিডিয়া: প্রেস সচিব!

ছবি : সংগৃহীত

স্টাফ করেসপন্ডেন্ট, মোরনিউজবিডি.কম
স্টাফ করেসপন্ডেন্ট, মোরনিউজবিডি.কম

প্রকাশিত: ০৮:০৪ ৮ ফেব্রুয়ারী ২০২৫

ঢাকা: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অভিযোগ করেছেন যে, প্রফেসর ড. ইউনূসকে নেতিবাচকভাবে বিশ্বে তুলে ধরতে একটি বড় ষড়যন্ত্র চলছে এবং এতে জড়িত ভারতের মিডিয়া। শনিবার জাতীয় প্রেসক্লাবে 'দ্রোহের গ্রাফিতি চব্বিশের গণঅভ্যুত্থান' প্রকাশনা উৎসবে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, “চব্বিশের গণঅভ্যুত্থান এবং ড. ইউনূসের বিরুদ্ধে এই ষড়যন্ত্রের পেছনে বিপুল অর্থের বিনিময়ে ভারতের মিডিয়া সক্রিয় ভূমিকা পালন করছে।” তিনি আরও বলেন, “পতিত সরকার যাতে মাথা চাড়া দিতে না পারে, সেটি নিশ্চিত করার জন্য গ্রাফিতির মাধ্যমে এটি ছড়িয়ে দিতে হবে।”

প্রেস সচিব আরো উল্লেখ করেন, “এ সময়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যেন কোনোভাবেই ফ্যাসিস্ট সরকার আবার ফিরে আসতে না পারে। আমাদের শান্ত থাকতে হবে, কিন্তু সতর্ক থাকতে হবে।”

এই ঘটনায় রাজনৈতিক অস্থিরতা এবং দেশের ভবিষ্যত নিয়ে উদ্বেগ বাড়ছে, এবং শফিকুল আলমের মন্তব্য অনেকেই গভীরভাবে পর্যালোচনা করছেন।
 

বিজ্ঞাপন