রাজনৈতিক হয়রানিমূলক সব মামলা প্রত্যাহার: আসিফ নজরুল!

রাজনৈতিক হয়রানিমূলক সব মামলা প্রত্যাহার: আসিফ নজরুল!

ছবি : সংগৃহীত

স্টাফ করেসপন্ডেন্ট, মোরনিউজবিডি.কম
স্টাফ করেসপন্ডেন্ট, মোরনিউজবিডি.কম

প্রকাশিত: ১০:২২ ২১ জানুয়ারী ২০২৫

 আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে দায়ের করা প্রায় আড়াই হাজার মামলা প্রত্যাহার করা হবে।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি।

আইন উপদেষ্টা আরও জানান, সাইবার সিকিউরিটি আইনের অধীনে দায়ের করা সব মামলা প্রত্যাহার করা হবে। এ বিষয়ে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় একটি সংস্কারের উদ্যোগ নিয়েছে।

ড. আসিফ নজরুল জানান, দেশের ২৫টি জেলায় প্রায় আড়াই হাজার রাজনৈতিক হয়রানিমূলক বা গায়েবি মামলা চিহ্নিত করা হয়েছে। এসব মামলায় লাখ লাখ মানুষ আসামি। তিনি আশ্বাস দেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে এসব মামলা প্রত্যাহার করা হবে।

 

 

 

 

 

বিজ্ঞাপন