আরাফাত, তারানা হালিমসহ সাবেক ২৪ এমপির গাড়ি নিলামে!

আরাফাত, তারানা হালিমসহ সাবেক ২৪ এমপির গাড়ি নিলামে!

ছবি: সংগৃহীত

স্টাফ করেসপন্ডেন্ট, মোরনিউজবিডি.কম
স্টাফ করেসপন্ডেন্ট, মোরনিউজবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৯ ২৫ জানুয়ারী ২০২৫

সাবেক সংসদ সদস্যদের শুল্কমুক্ত আমদানিকৃত বিলাসবহুল গাড়ি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। মোট ২৪টি গাড়ি অনলাইন নিলামে তোলা হবে, যা শুরু হবে আগামী রবিবার।

নিলামে থাকা গাড়িগুলোর মধ্যে রয়েছে টয়োটা ব্র্যান্ডের ল্যান্ড ক্রুজার। এসব গাড়ি আমদানি করেছিলেন মোহাম্মদ সাদিক, এ বি এম আনিসুজ্জামান, তারানা হালিম, শাহজাহান ওমরসহ বেশ কয়েকজন সাবেক এমপি। চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার সাইদুল ইসলাম জানিয়েছেন, নতুন কার শেডে রাখা এসব গাড়ি সরাসরি দেখার সুযোগ থাকবে ২-৪ ফেব্রুয়ারি পর্যন্ত। নিলাম প্রক্রিয়া ১৬ ফেব্রুয়ারি শেষ হবে।

কাস্টমস সূত্রে জানা যায়, গাড়িগুলোর শুল্কসহ নির্ধারিত মূল্য ৯ কোটি ৬৭ লাখ টাকা। নিলামে ৬০ শতাংশ বা তার বেশি দরদাতা গাড়িগুলো কিনতে পারবেন। প্রতিটি গাড়ির দাম পড়বে প্রায় ৭ কোটি ২৫ লাখ টাকা।

এছাড়া, নিলামে বিক্রি থেকে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা হবে। চট্টগ্রাম কাস্টমস আশা করছে, এই নিলামের মাধ্যমে সরকার প্রায় ৭ কোটি টাকা রাজস্ব আয় করবে। নিলামে অংশগ্রহণে আগ্রহীরা অনলাইনে নিবন্ধনের মাধ্যমে প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।

বিজ্ঞাপন