শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৯ ৯ সেপ্টেম্বর ২০২৪
“শিক্ষায় বৈষম্য দূরীকরণ, এক দফা জাতীয়করণ” স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
সোমবার সকাল ১১টায় কুড়িগ্রাম জেলার উপজেলা পর্যায়ে বৈষম্যবিরোধী সম্মিলিত শিক্ষক সমাজ চিলমারী উপজেলা শাখার পক্ষ থেকে নির্বাহী পরিষদের ১৩ জন শিক্ষক কুড়িগ্রাম বিজয় স্তম্ভে আলোচনা সভায় অংশগ্রহন করেন। চিলমারী উপজেলা শাখার পক্ষ থেকে বক্তব্য রাখেন, রাজারভিটা ইসলামীয়া ফাযিল(ডিগ্রী) মাদরাসার অধ্যক্ষ ড. মোঃ মিনহাজুল ইসলাম ও মুদাফৎথানা এস সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তসবিরুল ইসলাম রুমি। পরে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সমন্বয়কগণকে সাথে নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
বিজ্ঞাপন