শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১১ ২৬ আগস্ট ২০২৪
টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত গাড়ির চাপায় সাজেদুল ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের জোকারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ী সাজেদুল ইসলাম পাবনা ঈশ্বরদী উপজেলার শাহাপুর গ্রামের আতাতুল্লাহ ফকিরের ছেলে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই নাজমুল ইসলাম জানান, ব্যবসায়ী সাজেদুল ইসলাম গাজীপুর থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৮ টার দিকে কালিহাতীর জোকারচর এলাকায় পৌঁছালে অজ্ঞাত নামা গাড়ি চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সাজেদুলের মৃত্যু হয়।
লাশ থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
বিজ্ঞাপন