শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৭:৩১ ৮ সেপ্টেম্বর ২০২৪
নেত্রকোণায় কর্মী সম্মেলন থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন জামায়াতে ইসলামীর কলমাকান্দার উপজেলার আমীর মাওলানা হাবিবুর রহমান। তিনি কলমাকান্দা আল জামিয়াতুল আলীম মাদ্রাসায় শিক্ষকতা করেন।
গতকাল নেত্রকোণা থেকে কর্মী সম্মেলন শেষে মোটরসাইকেলে চড়ে বাড়ি আসার সময় কলমাকান্দা বাসস্ট্যান্ডে এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়,মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন আমীর হাবিবুর রহমান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি হলে পাঠানো হয় ঢাকায়।
আমীরের বড় ছেলে মোজাহিদ বিল্লাহর সুত্রে জানা যায়, তার বাবার অবস্থা খুবই অবনতির দিকে। বর্তমানে উনাকে আইসিওতে রাখা হয়েছে।
মোজাহিদ বিল্লাহ দেশবাসীর কাছে তার বাবার জন্য দোয়া চেয়েছেন।
বিজ্ঞাপন