রমজানে অতিরিক্ত ৯ হাজার মেট্রিক টন পণ্য বিক্রি করবে টিসিবি: বাণিজ্য উপদেষ্টা!

রমজানে অতিরিক্ত ৯ হাজার মেট্রিক টন পণ্য বিক্রি করবে টিসিবি: বাণিজ্য উপদেষ্টা!

ছবি: সংগৃহীত

স্টাফ করেসপন্ডেন্ট, মোরনিউজবিডি.কম
স্টাফ করেসপন্ডেন্ট, মোরনিউজবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৮ ১১ ফেব্রুয়ারী ২০২৫

রমজান মাসে সাধারণ মানুষের সুবিধার্থে টিসিবি (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) অতিরিক্ত ৯ হাজার মেট্রিক টন পণ্য বিক্রি করবে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) খুলনায় টিসিবির ট্রাক সেলের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধনকালে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “রমজান উপলক্ষে টিসিবি সারাদেশে ট্রাক সেলের মাধ্যমে অতিরিক্ত ৯ হাজার মেট্রিক টন পণ্য ১২ লাখ পরিবারে বিক্রি করবে। এতে বাজারের দাম নিয়ন্ত্রণে সহায়তা করবে এবং সাধারণ মানুষের জন্য বাজার পরিস্থিতি সহনীয় থাকবে।”

এ ছাড়া, ফ্যামিলি কার্ডধারীদের বাইরে সকল গ্রাহকের জন্য এই পণ্য সরবরাহ করা হবে। এর ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য সহায়তা প্রাপ্তি সহজ হবে।

বিজ্ঞাপন