দিল্লিকে সম্পর্ক আরও খারাপ না করার বার্তা দেবে ঢাকা!

দিল্লিকে সম্পর্ক আরও খারাপ না করার বার্তা দেবে ঢাকা!

ছবি: সংগৃহীত

স্টাফ করেসপন্ডেন্ট, মোরনিউজবিডি.কম
স্টাফ করেসপন্ডেন্ট, মোরনিউজবিডি.কম

প্রকাশিত: ০৪:৫০ ১০ ফেব্রুয়ারী ২০২৫

ওমানের মাসকাটে আগামী সপ্তাহে বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে বাংলাদেশ-ভারত সম্পর্কের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

আগামী ১৬-১৭ ফেব্রুয়ারি ওমানে অনুষ্ঠিত হতে যাচ্ছে অষ্টম ইন্ডিয়ান ওশান সম্মেলন (আইওসি ২০২৫)। এই সম্মেলনে যোগ দেবেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সেখানেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক হবে তার।

বৈঠকে ভারতের বিভিন্ন কার্যকলাপ নিয়ে বাংলাদেশের উদ্বেগ জানানো হবে। বিশেষ করে সীমান্ত উত্তেজনা, কূটনৈতিক মিশনে হামলা, ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী প্রচার এবং শেখ হাসিনাকে কেন্দ্র করে অস্থিতিশীলতা তৈরির বিষয়গুলো তুলে ধরা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশ চায় পারস্পরিক সুসম্পর্ক বজায় থাকুক, তবে ভারতের সাম্প্রতিক কিছু কার্যক্রম নিয়ে উদ্বেগ রয়েছে। ঢাকার পক্ষ থেকে দিল্লিকে স্পষ্ট বার্তা দেওয়া হবে— সম্পর্ক যেন আরও খারাপের দিকে না যায়।

বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ এবং শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়ে আপত্তি জানানো হবে। এছাড়া, ভারতে আশ্রিত বাংলাদেশের পলাতক অপরাধীরা যেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে না পারে, সে বিষয়েও আহ্বান জানাবে ঢাকা।

এছাড়া, সফরের অংশ হিসেবে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। প্রবাসী কল্যাণসহ দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বিষয়গুলো আলোচনায় থাকবে।

সবমিলিয়ে, ওমানের আসন্ন সম্মেলন ও দ্বিপাক্ষিক বৈঠকগুলোতে বাংলাদেশ তার কূটনৈতিক অবস্থান আরও সুসংহত করতে চায়। এখন দেখার বিষয়, এসব আলোচনায় কতটা ইতিবাচক সাড়া দেয় ভারত ও ওমান।

 

 

 

বিজ্ঞাপন