রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি: সংগৃহীত
প্রকাশিত: ০৯:০৬ ১২ ফেব্রুয়ারী ২০২৫
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ইতোমধ্যে এই দুটি সংগঠন বিভিন্ন এলাকায় সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়েও শুরু হয়েছে আলোচনা। বিস্তারিত জানাচ্ছেন
জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মাঠপর্যায়ে প্রচারণা চালাচ্ছেন। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় উঠে এসেছে বেশ কয়েকটি নাম।
নাগরিক কমিটির একাধিক সূত্র জানিয়েছে, সদস্যসচিব আখতার হোসেন রংপুর-৪ আসন থেকে, আর মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা-৪, মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী-৬ আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন।
এছাড়াও,
মুহাম্মদ হাসান আলী চট্টগ্রামে
মো. আব্দুল আহাদ দিনাজপুরে
আশরাফ উদ্দিন মাহদি ও মো. আতাউল্লাহ ব্রাহ্মণবাড়িয়ায়
অনিক রায় সুনামগঞ্জে
মনিরা শারমিন নওগাঁয়
এস এম সাইফ মোস্তাফিজ সিরাজগঞ্জে
আতিক মুজাহিদ কুড়িগ্রামে
আবদুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জে
সারোয়ার তুষার নরসিংদীতে
মশিউর রহমান ঝালকাঠিতে
মো. নিজাম উদ্দিন নোয়াখালীতে
আলী আহসান জোনায়েদ ঢাকায় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।
এছাড়া, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক মেসবাহ কামাল মুন্না খুলনায়, প্রীতম দাশ হবিগঞ্জে, আবু সাঈদ লিওন নীলফামারীতে, এবং নারীবিষয়ক সেলের প্রধান সাদিয়া ফারজানা দীনা রংপুরে তরুণ ও যুবসমাজকে সংগঠিত করতে কাজ করে যাচ্ছেন।
তবে এখনো পর্যন্ত কোনো দলই তাদের পূর্ণাঙ্গ নাম ঘোষণা করেনি। চলতি মাসের শেষেই নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হতে পারে বলে জানা গেছে।
বিজ্ঞাপন