বৃহস্পতিবার , ২১ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০১:৪৬ ২৭ অক্টোবর ২০২৪
ইসির এনআইডি অনুবিভাগের মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন নিষ্পত্তিতে আবেদনকারীকে তথ্য বা দলিলাদি দাখিলের সময় দিতে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেই সঙ্গে এনআইডি সেবা দিতে কোনোরকম শিথিলতা বরদাশত করবে না বলেও জানিয়েছে সংস্থাটি। এরইমধ্যে নির্দেশনাটি মাঠপর্যায়ে পাঠিয়েছেন।
জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর লিখিত নির্দেশনায় এনআইডি মহাপরিচালক বলেন, গ ক্যাটাগরির আবেদন (অধিক জটিল আবেদন) সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা চেষ্টা করছেন গ ক্যাটাগরি কমিয়ে আনার। তবে সংশোধনের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা প্রদান নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে শুধু আবেদনগুলো নিষ্পত্তিতে প্রয়োজনে আবেদনকারীকে অধিকতর দলিলাদি দাখিলের সময় দিয়ে এবং তদন্ত করে আবেদনগুলো আন্তরিকভাবে যাচাই-বাছাই করে নিষ্পত্তি করতে হবে।
এদিকে, ইসি সচিব শফিউল আজিম এক নির্দেশনায় কর্মকর্তাদের বলেছেন, সব কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থলে যথাসময়ে উপস্থিত থেকে জনগণের কাঙ্ক্ষিত সেবা প্রদান করতে হবে। সেবা প্রদানের ক্ষেত্রে কোনোরকম অনিয়ম বা শিথিলতা বরদাশত করা হবে না। বর্তমানে নির্বাচন সংক্রান্ত কার্যক্রম না থাকায় বিভিন্ন ধরনের সংশোধনের অনিষ্পন্ন আবেদনসমূহ নিষ্পন্নের ব্যবস্থা করতে হবে। প্রত্যেকটি কার্যালয়ের অফিস প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন রেখে জনসেবা বান্ধব করতে হবে।
এছাড়া নতুন ভোটার, জাতীয় পরিচয়পত্র সংশোধন বিষয়ে প্রয়োজনীয় দলিলাদির তালিকা প্রদর্শন ও প্রচারের ব্যবস্থাকরণ, স্থানীয় প্রেস ক্লাবসহ অন্যান্য গণমাধ্যমের সহযোগিতা গ্রহণের নির্দেশনাও দেন তিনি।
অন্যদিকে এনআইডি সেবাকে সহজ করতে জেলা ও উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা সংশ্লিষ্ট বিষয়গুলি তুলে ধরা, স্বচ্ছতা ও দক্ষতার সঙ্গে এসব কার্যালয়ে সেবা প্রদান নিশ্চিত করা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অধস্তনদের মনিটরিং করা, ভালো কাজের প্রশংসা করার জন্যও বলেন ইসি সচিব।
বিজ্ঞাপন