চিন্ময়ের জামিন শুনানির তারিখ নির্ধারণ!

চিন্ময়ের জামিন শুনানির তারিখ নির্ধারণ!

ছবি : সংগৃহীত

স্টাফ করেসপন্ডেন্ট, মোরনিউজবিডি.কম
স্টাফ করেসপন্ডেন্ট, মোরনিউজবিডি.কম

প্রকাশিত: ০৮:৫২ ১৯ জানুয়ারী ২০২৫

সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন। রবিবার তার আইনজীবী আবেদনটি জমা দিলে তা বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার বেঞ্চের কার্যতালিকায় ৩০৬ নম্বরে অন্তর্ভুক্ত হয়। আগামী সোমবার আবেদনটি শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে।

চিন্ময় কৃষ্ণ দাস ২৫ নভেম্বর ঢাকায় গ্রেপ্তার হন। পরদিন জামিনের আবেদন করা হলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওইদিন আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়।

এই হত্যাকাণ্ডের পর, ৩০ নভেম্বর নিহত সাইফুল ইসলামের বাবা জামাল উদ্দিন ৩১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। একই দিনে সাইফুল ইসলামের বড় ভাই খানে আলম আইনজীবীদের ওপর হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে ১১৬ জনের নাম উল্লেখসহ ৪০০-৫০০ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে আরেকটি মামলা করেন। এ মামলায় ৭০ জনেরও বেশি আইনজীবীকে আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন