রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ | ৮ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০০ ২৪ নভেম্বর ২০২৪
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান জানিয়েছেন, অতিরিক্ত সচিবদের মধ্যে যারা গ্রেড-১ পদে পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন, তারা এবার এই পদে পদোন্নতি পাবেন। তিনি রোববার (২৪ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য দেন।
সিনিয়র সচিব আরো জানান, গ্রেড-১ পদে পদোন্নতি পেলে অতিরিক্ত সচিবদের সামাজিক, পারিবারিক মর্যাদা বৃদ্ধি পাবে এবং তারা আর্থিকভাবে লাভবান হবেন। তবে, বর্তমানে জনপ্রশাসনে মোট ৪৬৫ জন অতিরিক্ত সচিব আছেন, কিন্তু সবারই গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হবে না বলে তিনি উল্লেখ করেছেন।
বিজ্ঞাপন