হাজারীবাগে লেদার গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও বিজিবি!

হাজারীবাগে লেদার গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও বিজিবি!

ছবি : সংগৃহীত

স্টাফ করেসপন্ডেন্ট, মোরনিউজবিডি.কম
স্টাফ করেসপন্ডেন্ট, মোরনিউজবিডি.কম

প্রকাশিত: ১০:১৫ ১৭ জানুয়ারী ২০২৫

রাজধানীর হাজারীবাগে একটি লেদার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করছেন বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা।

ঘটনাটি ঘটে শুক্রবার দুপুর ২টা ১৪ মিনিটের দিকে। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলেও পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত আরো ৫টি ইউনিট মোতায়েন করা হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে জানান, "দুপুরে হাজারীবাগ কাঁচাবাজার এলাকায় একটি লেদারের গোডাউনে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হচ্ছে। বর্তমানে ৭টি ইউনিট কাজ করছে।"

আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলমান।
 

বিজ্ঞাপন