সাংবাদিক তুহিন হত্যা: এনসিপি নেতা সারজিস আলমের বিরুদ্ধে মামলা

সাংবাদিক তুহিন হত্যা: এনসিপি নেতা সারজিস আলমের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৮:০৩ ১২ আগস্ট ২০২৫

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগে এনসিপি নেতা সারজিস আলমের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) গাজীপুর অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ।

মামলার বাদীর আইনজীবী সিদ্দিকুর রহমান জানান, অপরাধী চক্রের ভিডিও ধারণের কারণে সাংবাদিক তুহিন হত্যার ঘটনা ঘটে। কিন্তু সারজিস আলম বিষয়টি না জেনেই প্রকাশ্যে ও গণমাধ্যমে বিএনপিকে জড়িয়ে নানা ধরনের অপপ্রচার চালান, যা দলের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। দলের কেন্দ্রীয় নির্দেশনার পরিপ্রেক্ষিতেই এই মামলা করা হয়েছে।

মামলাটি গাজীপুর অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক আলমগীর আল মামুনের আদালতে শুনানি হয়। শুনানি শেষে বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্তের দায়িত্ব সিআইডিকে প্রদান করেন।

সূত্র: আদালত ও সংশ্লিষ্ট পক্ষ

বিজ্ঞাপন