রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি: সংগৃহীত
প্রকাশিত: ০৭:৩৬ ১১ ফেব্রুয়ারী ২০২৫
চলতি বছর ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার কাজ করছে বলে বিএনপিকে আশ্বস্ত করা হয়েছে। গতকাল সোমবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠকের পর এই তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
“ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের ব্যাপারে সরকার কাজ করছে বলে আমাদের জানানো হয়েছে। আমরা আশা করি, জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা হবে এবং একটি রোডম্যাপ ঘোষণা করা হবে।”
“বৈঠকে জাতীয় নির্বাচন বিএনপির পক্ষ থেকে দ্রুত চাওয়া হয়েছে। সরকারের তরফ থেকে বিষয়টি বিবেচনাধীন। উপদেষ্টা পরিষদ এ বিষয়ে সিদ্ধান্ত নিলে জানানো হবে।”
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
“আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছি। একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করছি।”
বৈঠকে বিএনপির পক্ষ থেকে চার পৃষ্ঠার লিখিত বক্তব্য উপস্থাপন করা হয়, যেখানে অন্তর্বর্তী সরকারের মেয়াদ এবং বর্তমান পরিস্থিতি নিয়ে দলের অবস্থান তুলে ধরা হয়। তারা নির্বাচন প্রক্রিয়া ও সংস্কার একসঙ্গে চালানোর পক্ষে মত দিয়েছেন এবং দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন।
সংস্কার বিষয়ে প্রেস সচিব জানান, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য গঠন কমিশন। ছয়টি কমিশনের সুপারিশ নিয়ে আলোচনা হবে।
“দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে আমাদের বক্তব্য স্পষ্ট। আমরা যত দ্রুত সম্ভব নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার পক্ষে।”
এদিকে স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে বিএনপি স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন চায়।
“জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে না। আমরা এ বিষয়ে একমত নই।”“অতীতের অভিযানের মতো যেন নতুন কোনো সমস্যা তৈরি না হয়, সে বিষয়ে আমরা সরকারকে সতর্ক করেছি।”
বিএনপি নেতারা অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ায় জড়িত। এতে প্রশাসনযন্ত্র ব্যবহারের লক্ষণ দেখা যাচ্ছে, যা গণতন্ত্রের জন্য উদ্বেগজনক। তবে তারা গণতান্ত্রিকভাবে গঠিত নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাবে বলে জানিয়েছেন।
সর্বশেষ, বিএনপি দ্রুত নির্বাচনের মাধ্যমে শক্তিশালী ও কার্যকর সরকার গঠনের পক্ষে মত দিয়েছে এবং সংস্কার ও নির্বাচন একসঙ্গে চলতে পারে বলে মত প্রকাশ করেছে। সরকারের পক্ষ থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের বিষয়ে কাজ চলছে বলে জানানো হয়েছে।
বিজ্ঞাপন