পিএসজি, জুভেন্টাস ও ডর্টমুন্ডের দুর্দান্ত জয়! চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলো নিশ্চিত!

পিএসজি, জুভেন্টাস ও ডর্টমুন্ডের দুর্দান্ত জয়! চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলো নিশ্চিত!

বিশ্ব ফুটবলে চমক লাগানো একদিন ছিল আজকের, যেখানে ফরাসি ক্লাব পিএসজি, জার্মান ক্লাব ডর্টমুন্ড এবং ইতালিয়ান ক্লাব জুভেন্টাস নিজেদের চ্যাম্পিয়নস লিগের ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে। পিএসজি তাদের চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ পর্বে ব্রেস্তকে ৩–০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে। উসমান দেম্বেলের অসাধারণ দুই গোলের পাশাপাশি ভিতিনিয়া পেনাল্টি থেকে একটি গোল করে দলকে জয় এনে দেন। এই জয়ের মাধ্যমে পিএসজি শেষ ষোলোতে প্রবেশের পথে এগিয়ে গেল। ব্রেস্ত কোচ এরিক রয় ম্যাচের আগে বলেছিলেন, "পিএসজিকে হারানো আমাদের জন্য 'মিশন ইমপসিবল'।" কিন্তু দেম্বেলের দুর্দান্ত ফর্মের সামনে কিছুই করতে পারেনি ব্রেস্ত।

চল্লিশ পেরিয়েও থামেননি: রোনালদো, জেমস ও আলোনসোসহ আরও অনেক কিংবদন্তি!

চল্লিশ পেরিয়েও থামেননি: রোনালদো, জেমস ও আলোনসোসহ আরও অনেক কিংবদন্তি!

৪০ বছর বয়সের সীমানা পার করেও খেলার মাঠে দাপট দেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো, লেব্রন জেমস, ফার্নান্দো আলোনসোসহ বেশ কয়েকজন কিংবদন্তি। যদিও সবার জন্য কবীর সুমনের বিখ্যাত গানটি প্রযোজ্য নয়, তবে এই খেলোয়াড়দের জন্য যেন বয়স শুধুই একটি সংখ্যা। সম্প্রতি, ৪০ পেরিয়েছেন বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমস। এখনও পর্যন্ত লস অ্যাঞ্জেলেস লেকার্সের হয়ে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। ডিসেম্বরে ৪২ পয়েন্ট নিয়ে তিনি এনবিএর ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে ৪০ পয়েন্টের বেশি স্কোর করেছেন। একইভাবে, ৪৩ বছরের ফার্নান্দো আলোনসো ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্সে অংশ নিয়ে তার ক্যারিয়ার চালিয়ে যাচ্ছেন।

টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়ে গেলো চকগোপাল প্রিমিয়ারলীগ জুনিয়র ফুটবল ফাইনাল খেলা

টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়ে গেলো চকগোপাল প্রিমিয়ারলীগ জুনিয়র ফুটবল ফাইনাল খেলা

টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নে অনুষ্ঠিত হয়ে গেলো চকগোপাল প্রিমিয়ারলীগ জুনিয়র ফুটবল ফাইনাল খেলা ২০২৪। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার সময় চকগোপাল প্রাইমারী স্কুল মাঠে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। চকগোপাল কলকাকলী সংঘ আয়োজিত খেলায় চকগোপাল স্ট্র্র্রাইকার্স বনাম সুন্দরবন সুপার সিক্স অংশগ্রহন করে। উক্ত ফাইনাল খেলায় সভাপতির আসন গ্রহন কনে চকগোপালের বিসিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক আলহাজ¦ কদম আলী। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী।

কেন মনে অশান্তি নিয়ে ভিয়েতনাম গেলেন মারুফ ?

কেন মনে অশান্তি নিয়ে ভিয়েতনাম গেলেন মারুফ ?

গত মাসে নেপালে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে ফিরেছিল। সেই দলটা এশিয়ার ফুটবলে লড়াই করার মতো প্রস্তুতি নিতে পারেনি। বসুন্ধরা কিংসের খেলোয়াড় নিয়ে টানাটানি, ইনজুরি, সব মিলিয়ে একজন কোচ যেভাবে একটা দলকে সাজিয়ে গুছিয়ে নিয়ে মাঠের লড়াইয়ে নামেন, কোচ মারুফুল হক সেটা করতে পারেননি এবার। ভিয়েতনামে গিয়ে বাংলাদেশের রেজাল্ট কী হতে পারে তার আগাম কোনো ধারণা দিতে পারেননি কোচ। নেপাল থেকে চ্যাম্পিয়ন হয়ে আসার পর দলের প্রস্তুতিটাই নিতে পারেননি তিনি। তার দলের একাধিক ফুটবলারকে পরদিনই প্রীতি ম্যাচ খেলার জন্য জাতীয় দলের সঙ্গে ভুটানে নিয়ে যান স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা।