১০ জনের দল নিয়েও জয় পেলো আল নাসর, রোনালদোর নেতৃত্বে ঐতিহাসিক জয়!
সৌদি প্রো লিগে রোনালদোর আল নাসর দল গতকাল বৃহস্পতিবার এক উত্তেজনাপূর্ণ ম্যাচে ৩-২ গোলে জয় পেয়েছে আল আহলির বিপক্ষে। ম্যাচে আল নাসর আগের দিকে থাকলেও, ৪৭তম মিনিটে ফরাসি ডিফেন্ডার মোহামেদ সিমাকান লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তবে, দলের এক সদস্য কম হওয়ার পরও তারা ম্যাচে আগ্রহী ছিলেন, বিশেষত নতুন সাইনিং জন দুরানের এক গোলের সৌজন্যে।