ইংলিসের ইংলিশ পাসপোর্ট থাকলেও তাকে ছাড়ছি না’!
৭০৭ রানের এই উত্তেজনাপূর্ণ ম্যাচে দেখা গেল দুইটি সেঞ্চুরি, পাঁচটি ৫০ প্লাস স্কোর এবং প্রায় ৯৮ ওভারের ক্রিকেট! এই সংখ্যাগুলোই প্রমাণ করে দেয়, কতটা রোমাঞ্চকর ছিল ম্যাচটি। চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত উত্তেজনায়, ইংল্যান্ডের ৩৫১ রান টপকিয়ে ৫ উইকেটে জয়লাভ করল অস্ট্রেলিয়া।