চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বে শরফুদ্দৌলা ও বাংলাদেশের ম্যাচে আম্পায়াররা!

চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বে শরফুদ্দৌলা ও বাংলাদেশের ম্যাচে আম্পায়াররা!

আট বছর পর, ১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির চূড়ান্ত পর্ব। এবারের ৮ দলের ওয়ানডে টুর্নামেন্টের গ্রুপ পর্বের জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে আইসিসি। আর ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফির লড়াই। এই উদ্বোধনী ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ। সঙ্গী হিসেবে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড কেটেলবরো। টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন জোয়েল উইলসন, আর চতুর্থ আম্পায়ার থাকবেন অ্যালেক্স ওয়ার্ফ। ম্যাচ রেফারি হিসেবে থাকবেন অ্যান্ড্রু পাইক্রফট।

বিপিএল ও চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবের খেলা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

বিপিএল ও চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবের খেলা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

সাকিব আল হাসান কি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবেন? বিসিবি সভাপতি ফারুক আহমেদকে সম্ভবত গেল কয়েকদিনে এই প্রশ্নের উত্তর সবচেয়ে বেশি দিতে হয়েছে। গতকাল বিপিএলের মাসকট উন্মোচন অনুষ্ঠানেও তাকে প্রশ্নের উত্তর দিতে হয়েছে। আর ফারুক বলেন, সাকিবের বিষয়ে এই প্রশ্নের উত্তর দেয়া তার জন্য কঠিন। বিপিএলের মাসকট উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ফারুক আহমেদ। সেখানে নানা প্রশ্নের উত্তর দেন তিনি। বিপিএলকে স্মরণীয় করতে নানা আয়োজনের কথাও শোনেন ফারুক। সেখানে প্রশ্ন করা হয় সাকিব আল হাসান যদি শেষ পর্যন্ত খেলতে না পারেন তাহলে বিপিএলের গ্লামার কমবে কিনা।

বিশ্বের শীর্ষ পাঁচ ধনী ক্রিকেটার ও তাদের সম্পদের পরিমান!

বিশ্বের শীর্ষ পাঁচ ধনী ক্রিকেটার ও তাদের সম্পদের পরিমান!

যুগ বদলের সঙ্গে সঙ্গে পাল্টেছে ক্রিকেট থেকে উপার্জনের মাত্রাও। ৮০-৯০ এর দশকে ক্রিকেটারদের আকাশ ছোঁয়া রোজগার ছিল না। কিন্তু তার পরবর্তী সময় থেকে পাল্টাতে শুরু করে চিত্রটা। বর্তমানে আইপিএল, বিপিএল,সিপিএল, বিগ ব্যাশ লিগের সৌজন্যে ক্রিকেটারদের আয় সত্য আকাশ ছুঁয়েছে। আয়ের নিরিখে একে অপরকে টেক্কা দিচ্ছেন ক্রিকেটাররা।শুধু মাঠ থেকেই, ব্র্যান্ড এনডর্সমেন্ট, বিজ্ঞাপন ছাড়াও নানা উপায়ে অর্থ উপার্জন করে থাকেন ২২ গজের তারকারা। অনেকের রয়েছে নিজস্ব ব্যবসাও। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটার কারা? এই নিয়ে খেলাপ্রেমীদের মধ্যে আগ্রহের কমতি নেই। দেখে নিই বিশ্বের শীর্ষ পাঁচ ধনী ক্রিকেটার ও তাদের সম্পদের পরিমান