মাঠে তামিমের আচরণ নিয়ে মুখ খুললেন সাব্বির !
চট্টগ্রাম পর্বের প্রথম দিনেই ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালসের ম্যাচে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। বরিশালের অধিনায়ক তামিম ইকবাল ও ঢাকার সাব্বির রহমানের মধ্যে ঘটে যাওয়া এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। তবে সাব্বির রহমান এ ঘটনাকে 'হিট অব দ্য মোমেন্ট' বলে দাবি করেছেন।