শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি: সংগৃহীত
প্রকাশিত: ১১:১৫ ১৭ জানুয়ারী ২০২৫
ঢাকার শাহবাগ থানা ও নিউমার্কেট থানা পুলিশ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন তৌফিকুজ্জামান তনু (৫০) ও মনির হোসেন হাওলাদার (৫৫)।
রমনা জোনের ডিসি মাসুদ আলম (বিপিএম) গণমাধ্যমকে জানান, শাহবাগ থানার একটি মামলার সূত্র ধরে বরগুনার তালতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ২ নম্বর ছোট বগী ইউনিয়নের চেয়ারম্যান একেএম কামরুজ্জামানের ছেলে মোঃ তৌফিকুজ্জামান তনুকে চানখারপুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, সাবেক সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি মেয়র তাপসের ঘনিষ্ঠ সহচর মনির হোসেন হাওলাদারকে নিউমার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
মনির হোসেন হাওলাদারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অর্থদানের অভিযোগ রয়েছে। এছাড়া, তার নামে একটি হত্যা মামলাও রয়েছে বলে জানা গেছে।
ডিসি মাসুদ আলম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত যাদের নামে মামলা রয়েছে, তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আরও তদন্ত চলছে এবং তাদের আইনি প্রক্রিয়ার আওতায় আনা হবে।
বিজ্ঞাপন