রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি: সংগৃহীত
প্রকাশিত: ০৮:০৬ ২৩ ফেব্রুয়ারী ২০২৫
বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার এখনও ব্যবসায়ীদের সেফটি সিকিউরিটি নিশ্চিত করতে পারেনি। তিনি সতর্ক করেছেন যে, এ অবস্থা চলতে থাকলে দেশে নতুন কারখানা স্থাপন হবে না।
রবিবার ইআরএফ ও পলিসি এক্সচেঞ্জের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে ‘পলিসি কনসিডারেশন ফর এফরডিবিলিটি অ্যান্ড ইম্প্যাক্ট অন ইন্ডাস্ট্রিয়াল কম্পিটিটিভনেস’ শীর্ষক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “সরকারকে বলবো, আপনি যদি এক্সিসটিং কারখানাগুলো সচল রাখার জন্য পর্যাপ্ত সেফটি সিকিউরিটি ব্যবস্থা না নেন, তাহলে নতুন কারখানা কেন স্থাপন হবে?” তিনি আরও যোগ করেন, “কারখানা চালানো না চালানো, এই প্রশ্ন তো আমাদেরও ভাবতে হবে।”
এদিকে, ব্যবসায়ীদের সেফটি সিকিউরিটি নিয়ে অব্যাহত সংকটের ফলে শিল্পোন্নয়ন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের স্থান আরও দুর্বল হতে পারে, এমন আশঙ্কা করছেন শিল্প বিশেষজ্ঞরা।
বিজ্ঞাপন